শাহাব উদ্দিন আহমেদ আখাউড়ায় থেকে: ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় চলমান পবিত্র মাহে রমজানে নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম ঊর্ধ্বমুখী বিপাকে পড়েছে মধ্যবিত্ত ও নিম্ন আয়ের মানুষ। বাজার নিয়ন্ত্রণ রাখতে ভ্রাম্যমান অভিযান পরিচালনা করেছেন উপজেলা প্রশাসন।
২ মার্চ রবিবার দুপুরে উপজেলার পৌরশহরের সড়ক বাজারে ভ্রাম্যমান অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট গাজালা পারভীন রুহি। এসময় মূল্য তালিকা না থাকা ও অতিরিক্ত দামে নিত্য প্রয়োজনীয় সামগ্রী বিক্রির কারণে ৬ ব্যবসায়ীকে ৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
ম্যাজিস্ট্রেট দেখা মাত্রই কম দামে পণ্য বিক্রি শুরু করেন বেশ কয়েকজন ব্যবসায়ী, এসময় উপজেলার বিভিন্ন বাজার পর্যবেক্ষণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা গাজালা পারভীন রুহি। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা কাজে সহযোগিতা করেন আখাউড়া থানা পুলিশ।
এসময় বাজারে আসা বিল্লাল মিয়া নামের এক ক্রেতা বলেন, ইউএনও স্যারকে দেখা মাত্রই ১শ টাকা হালি লেবুর দাম অর্ধেক দামে বিক্রি শুরু করেন ব্যবসায়ীরা, কিন্তু যখন স্যার চলে গেলেন তখন আবার আগের দামেই বিক্রি শুরু করেন তারা। বাজার করতে আসা আরেকজন ক্রেতা জনাব (ছাত্তার) মিয়া বলেন শুধু রমজান মাস নয় সারা বছরই যেন উপজেলা প্রশাসন এভাবেই বাজার দর পর্যবেক্ষণ করেন সেই দাবী রাখছি।
উপজেলা নির্বাহী কর্মকর্তা গাজালা পারভীন রুহি বলেন, নিয়মিত বাজার পর্যবেক্ষণ এর অংশ হিসেবে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে। রমজানে বাজার নিয়ন্ত্রণে রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
অ্যাসাইনমেন্ট এডিটর: মাহাথীর খান ফারুকী, অনলাইন এডিটর: শাহীন আলম জয়
ঢাকা অফিস: ৪২-৪৩ (ট্রেজার আইল্যান্ড) সিদ্ধেশ্বরী সার্কুলার রোড, শান্তিনগর ঢাকা-১২১৭। ফোন:+৮৮০১৭১১-০৪০২০৮
নিউজ ই-মেইল:- simantonewstv@gmail.com
©️২০২৫ সর্বস্বত্ব ®️ সংরক্ষিত। সীমান্ত টিভি