• সারাদেশ
  • আখাউড়ায় শিক্ষিকা লাঞ্চিতের ঘটনায় একজন গ্রেফতার

আখাউড়ায় শিক্ষিকা লাঞ্চিতের ঘটনায় একজন গ্রেফতার

৮:৩৬ অপরাহ্ণ , ৩ জানুয়ারি ২০২৫

শাহাবুদ্দিন আহমেদ আখাউড়া থেকে: ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় ছয়ঘড়িয়া আলহাজ্ব শাহআলম উচ্চ বিদ্যালয়ের (ভারপ্রাপ্ত) প্রধান শিক্ষিকা সেলিনা বেগমের উপর হামলা ও লাঞ্চিতের ঘটনায় আফজাল মিয়া নামের একজনকে আটক করেছে আখাউড়া থানা পুলিশ।

গ্রেফতারকৃত আফজাল মিয়া উক্ত বিদ্যালয়ের কম্পিউটার অপারেটর ও সহকারী শিক্ষকের দায়িত্বে নিয়োজিত আছেন।

শিক্ষিকা সেলিনা বেগম বলেন উক্ত বিদ্যালয়ের দাতা সদস্যদের সাথে স্কুলের জমি সংক্রান্ত বিষয় নিয়ে এর আগেও বেশ কয়েক বার আমার উপর হামলা হয়েছে। বিষয়টি মীমাংসার জন্য আমি স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গকে অবগত করলে তারা বেশ কয়েকবার চেষ্টা করে ব্যর্থ হয়ে আমাকে আইনের আশ্রয় নিতে বলেন।

এ ঘটনায় শিক্ষিকা বাদী হয়ে আখাউড়া থানায় মামলা দায়ের করেন। পুলিশ অভিযান চালিয়ে আফজাল মিয়া (৩২) নামে এক অভিযুক্ত আসামীকে আটক করে।
আটক আফজাল মিয়া উপজেলার মোগড়া ইউপির বাউতলা গ্রামের মৃত মোঃ আবুল কাশেম মিয়ার পুত্র।

গ্রেপ্তারের বিষয়ে আখাউড়া থানা পুলিশ জানাই আটকৃত অভিযুক্ত আসামিকে আদালতে প্রেরণ করার প্রক্রিয়া চলমান রয়েছে।

মন্তব্য লিখুন

আরও খবর