শাহাবউদ্দিন আহমেদ আখাউড়া সংবাদদাতা: ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় সড়ক দুর্ঘটনায় এক শিক্ষকের মৃত্যু হয়েছে। নিহত ব্যক্তি আলহাজ শাহ আলম উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক (কাম কম্পিউটার অপারেটর মো. আফজাল হোসেন (৩৩)। বৃহস্পতিবার (১০ এপ্রিল) বিকেল আনুমানিক ৬টার দিকে আখাউড়া-আগরতলা সড়কের এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
জানা গেছে, আফজাল উপজেলার মোগড়া হাই স্কুলের এসএসসি পরীক্ষার হল পরিদর্শক হিসেবে দায়িত্ব পালন শেষে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনার শিকার হন। একটি ইজিবাইকের সাথে মুখোমুখি সংঘর্ষে তার মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে গিয়ে মাথায় গুরুতর আঘাত পান। অতিরিক্ত রক্তক্ষরণের কারণে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। তিনি ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার মোগড়া ইউনিয়নের বাউতলা গ্রামের কাশেম মিয়ার ছেলে।
নিহত আফজালের বড় ভাই মো. জামির হোসেন বলেন, আমার ভাই একজন অত্যন্ত মেধাবী ও নিষ্ঠাবান শিক্ষক ছিলেন। স্কুল ও পরিবারের সবাই তাকে খুব ভালোবাসতেন। পরীক্ষার দায়িত্ব পালন করে বাড়ি ফেরার পথেই এই দুর্ঘটনা ঘটল। আমরা চাই দায়ী ব্যক্তিদের দ্রুত শাস্তি পেতে। সরকারের কাছে আবেদন, যেন আমাদের পরিবারের এই ক্ষতির ন্যায়বিচার হয়।
আখাউড়া থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ মো. ছমিউদ্দিন বলেন, প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে, গাড়ির অতিরিক্ত গতি ও নিয়ন্ত্রণ হারানোর কারণে এ দুর্ঘটনা ঘটেছে। দুর্ঘটনার পর কেউ থানায় অভিযোগ দাখিল করেনি। তবে, আমরা নিজেদের তদন্ত চালিয়ে যাচ্ছি এবং দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
অ্যাসাইনমেন্ট এডিটর: মাহাথীর খান ফারুকী, অনলাইন এডিটর: শাহীন আলম জয়
ঢাকা অফিস: ৪২-৪৩ (ট্রেজার আইল্যান্ড) সিদ্ধেশ্বরী সার্কুলার রোড, শান্তিনগর ঢাকা-১২১৭। ফোন:+৮৮০১৭১১-০৪০২০৮
নিউজ ই-মেইল:- simantonewstv@gmail.com
©️২০২৫ সর্বস্বত্ব ®️ সংরক্ষিত। সীমান্ত টিভি