শাহাবউদ্দিন আহমেদ আখাউড়া প্রতিনিধি, গাজীপুরে দৈনিক প্রতিদিনের কাগজ-এর সাংবাদিক মো. আসাদুজ্জামান তুহিন হত্যার প্রতিবাদে এবং সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতের দাবিতে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় বিক্ষোভ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৯ আগস্ট) দুপুরে পৌর মুক্তমঞ্চে এ কর্মসূচিতে উপস্থিত ছিলেন আফজাল খান শিমুল, সীমান্ত টিভির আখাউড়া প্রতিনিধি মো. শাহাবুদ্দিন আহমেদ, শেখ নিজাম উদ্দিন, লায়ন রাকেশ কুমার ঘোষ প্রমুখ সহ বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা।
এ সময় বক্তব্য রাখেন আখাউড়া ব্লাড ফাউন্ডেশন (A.B.F) এর প্রধান উপদেষ্টা সাংবাদিক: মো: শাহাবুদ্দিন আহমেদ, তিনি বলেন এভাবে চলতে থাকলে এই দেশে গুণী সাংবাদিক জন্মাবে না,বিশেষ করে এমন পরিস্থিতির জন্য আমরা নিজেরাই দাই, সাংবাদিকদের মধ্যে ঐক্যের অভাব, একে অন্যের প্রতি হিংসাত্মক মনোভাব, বিভিন্ন রাজনৈতিক দলের নেতা এবং সরকারি প্রতিষ্ঠানের বিভিন্ন সেক্টরে দায়িত্বপ্রাপ্ত অফিসার আমলাদের চাটুকারিতা করে ফাইদা লুটা ও তাদের অনিয়ম দুর্নীতিকে প্রশ্রয় দেওয়া ইত্যাদি। এসব কারণে সাংবাদিকদের জন্য নিরাপদ কর্মপরিবেশ, রাষ্ট্রীয় ও সামাজিক সুরক্ষার পরিবেশ নষ্ট করেছে। এখনো সময় আছে সাংবাদিকদের মধ্যে ঐক্যের কোন বিকল্প নেই।
অ্যাসাইনমেন্ট এডিটর: মাহাথীর খান ফারুকী, অনলাইন এডিটর: শাহীন আলম জয়
নিউইয়র্ক অফিস: ৩৯৪৭,৬৩ স্ট্রিট, ফ্লোর-০১, উডসাইট, এনওয়াই-১১৩৭৭, নিউইয়র্ক সিটি, ইউএসএ। ফোন: +১(৩৪৭)৭৪১৪৬২৯
নিউজ ই-মেইল:- simantonewstv@gmail.com
©️২০২৫ সর্বস্বত্ব ®️ সংরক্ষিত। সীমান্ত টিভি