• সারাদেশ
  • আখাউড়ায় হাওড়া নদীর পাড় কেটে মাটি লুট, হুমকিতে নদী বাঁধ।

আখাউড়ায় হাওড়া নদীর পাড় কেটে মাটি লুট, হুমকিতে নদী বাঁধ।

৯:২১ পূর্বাহ্ণ , ২৬ মে ২০২৫
আখাউড়ায় হাওড়া নদীর পাড় কেটে মাটি লুট, হুমকিতে নদী বাঁধ।

শাহাবউদ্দিন আহমেদ, আখাউড়া প্রতিবেদক: ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার মোগড়া ইউনিয়নের আদমপুর এলাকায় হাওড়া নদীর পাড় ও তীর কেটে অবৈধভাবে মাটি লুটে নিচ্ছে একটি প্রভাবশালী চক্র। ভেকু দিয়ে কাটা এই মাটি ট্রাক্টরে করে বিভিন্ন স্থানে বিক্রি করা হচ্ছে। এতে হুমকির মুখে পড়েছে নদী রক্ষা বাঁধ, আর বাঁধ ভেঙে যে কোনো সময় প্লাবনের আশঙ্কা করছেন স্থানীয়রা।

রোববার দুপুরে সরজমিনে গিয়ে দেখা যায়, নদীর দুই পাড় থেকে ভেকু দিয়ে মাটি কাটা হচ্ছে। খাস জমির পাশাপাশি নদীর বাঁধ ও তীরের মাটি কেটে সরিয়ে নেওয়া হচ্ছে। স্থানীয়রা জানান, গত বছর পাহাড়ি ঢলে বাঁধ ভেঙে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছিল; এবারও একই পরিণতি হতে পারে।

এলাকাবাসীরা আরও জানান, কিছু প্রভাবশালী ব্যক্তি দীর্ঘদিন ধরেই নদীর পাড়, ফসলি জমি ও চর থেকে মাটি কেটে আসছেন। কেউ প্রতিবাদ করলে তাদের বিরুদ্ধে মামলা-হামলার ভয় দেখানো হয়। ফলে কেউ প্রকাশ্যে মুখ খুলতে সাহস পান না। ভেকুর আঘাতে নদীর পাড়জুড়ে সৃষ্টি হয়েছে ভয়াবহ ক্ষত।

বিষয়টি পানি উন্নয়ন বোর্ডকে জানানো হলে, নির্বাহী প্রকৌশলী মোঃ মনজুর রহমান বলেন, “আখাউড়ার ইউএনও মহোদয়কে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য বলব। আমাদের লোকজনও ঘটনাস্থলে যাবে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা জি. এম. রাশিদুল ইসলাম বলেন, “বিষয়টি তদন্ত করে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
উল্লেখ্য, গত বছরের আগস্ট মাসে ভারতের ত্রিপুরা রাজ্যের উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে হাওড়া নদীর বাঁধ ভেঙে মোগড়া ও দক্ষিণ ইউনিয়নের অনেক গ্রাম ও কৃষি জমি প্লাবিত হয়েছিল। এবারও একই দুর্যোগের আশঙ্কা করছেন এলাকাবাসী।

মন্তব্য লিখুন

আরও খবর