• সারাদেশ
  • আখাউড়ায় হাওড়া নদীর পাড় কেটে মাটি বিক্রি, ভ্রাম্যমাণ আদালতে ১ লাখ টাকা জরিমানা।

আখাউড়ায় হাওড়া নদীর পাড় কেটে মাটি বিক্রি, ভ্রাম্যমাণ আদালতে ১ লাখ টাকা জরিমানা।

৮:২৪ পূর্বাহ্ণ , ২৭ মে ২০২৫
আখাউড়ায় হাওড়া নদীর পাড় কেটে মাটি বিক্রি, ভ্রাম্যমাণ আদালতে ১ লাখ টাকা জরিমানা।

শাহাবউদ্দিন আহমেদ, আখাউড়া প্রতিবেদক: আজ সোমবার (২৬ মে) সকালে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার মোগড়া ইউনিয়নের আদমপুর এলাকায় হাওড়া নদীর পাড় থেকে অবৈধভাবে মাটি কেটে বিক্রির সময় মো. জহির নামের এক যুবককে আটক করা হয়।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ভেকু (এক্সকাভেটর) দিয়ে নদীর তীরের মাটি কেটে তা ট্রাকে করে বিভিন্ন জায়গায় বিক্রি করা হচ্ছিল। এতে নদীভাঙন ও পরিবেশগত ভারসাম্য বিনষ্ট হওয়ার শঙ্কা দেখা দেয়।

ঘটনার খবর পেয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) সরেজমিনে উপস্থিত হয়ে মোবাইল কোর্ট পরিচালনা করেন। মো. জহিরকে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০-এর ১৫(১) ধারায় দোষী সাব্যস্ত করে এক লাখ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

স্থানীয় প্রশাসন জানায়, নদী ও পরিবেশ রক্ষায় এই ধরনের অভিযান অব্যাহত থাকবে। অবৈধভাবে মাটি বা বালু উত্তোলন করলে কাউকেই ছাড় দেওয়া হবে না। উল্লেখ্য, হাওড়া নদী আখাউড়া উপজেলার একটি গুরুত্বপূর্ণ নদী। নদীর তীর থেকে এই ধরনের অবৈধ মাটি কাটা নদী ভাঙনসহ পরিবেশের মারাত্মক ক্ষতির কারণ হতে পারে। এ বিষয়ে স্থানীয়দেরও সচেতন থাকার আহ্বান জানান প্রশাসনের কর্মকর্তারা।

মন্তব্য লিখুন