শাহাবউদ্দিন আহমেদ, আখাউড়া প্রতিবেদক: ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলায় ২৮ রাউন্ড চাইনিস রাইফেলের গুলিসহ তিনজনকে গ্রেপ্তার করেছে আখাউড়া থানা পুলিশ। শুক্রবার (২৫ মার্চ) জুমার নামাজের সময় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটকৃতরা হলেন, হেলাল মিয়া (৩৫) পিতা: কাশেম মিয়া সাং: কোতোয়ালী,
থানা ও জেলা: কুমিল্লা। তার কাছ থেকেই ২৮ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। মোঃ পলাশ (৩০) পিতা: বেনু মিয়া সাং: কোতোয়ালী থানা ও জেলা: কুমিল্লা। মোঃ কাউছার (৪৫) পিতা: মৃত (সমর) মিয়া সাং: মসজিদপাড়া, থানা আখাউড়া জেলা: ব্রাহ্মণবাড়িয়া।
পুলিশ জানিয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে আমরা ২৮ রাউন্ড চাইনিজ রাইফেলের গুলিসহ তিনজনকে গ্রেফতার করতে সক্ষম হয়েছি, তবে পিস্তলের সন্ধান এখনো পাওয়া যায়নি। এই চক্রের মূল পরিকল্পনাকারীসহ আরও কয়েকজন এখনো পলাতক রয়েছে, যাদের গ্রেপ্তার এবং পিস্তল উদ্ধারে আমাদের অভিযান অব্যাহত রয়েছে।
প্রতিপক্ষকে ফাঁসাতেই কুমিল্লা থেকে গুলিসহ তাদেরকে ভাড়া করে আনা হয় বলে, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত (হেলাল) জানান, সে আরো বলেন আক্তার হোসেন নামে এক ব্যক্তি তাদেরকে কন্ট্রাক্ট করে নিয়ে আসে( আক্তার) হোসেনই এই চক্রের মূল পরিকল্পনাকারী, সে আখাউড়া মসজিদ পাড়ার মৃত (সমর) মিয়ার পুত্র।
"পূর্ব শত্রুতার জের ধরে তার প্রতিপক্ষ একি এলাকার বাসিন্দা মোঃ হুমায়ুন কবিরকে মিথ্যা অস্ত্র মামলায় ফাসাতে-অথবা গুলি করে একেবারে মেরে ফেলতেই পিস্তল ও গুলি সহ কুমিল্লা থেকে এই দুইজন প্রফেশনাল কিলার কে কন্টাক করে আনা হয়।
আখাউড়া থানার অফিসার ইনচার্জ (ছমি উদ্দিন) জানান আমরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য পেয়েছি এই ঘটনায় আরও অনেকে জড়িত রয়েছে বলে আমরা ধারণা করছি। তদন্তের স্বার্থে এখনই সব কিছু প্রকাশ করা সম্ভব না হলেও, অপরাধীদের ধরতে আমাদের অভিযান অব্যাহত রয়েছে।
অ্যাসাইনমেন্ট এডিটর: মাহাথীর খান ফারুকী, অনলাইন এডিটর: শাহীন আলম জয়
নিউইয়র্ক অফিস: ৩৯৪৭,৬৩ স্ট্রিট, ফ্লোর-০১, উডসাইট, এনওয়াই-১১৩৭৭, নিউইয়র্ক সিটি, ইউএসএ। ফোন: +১(৩৪৭)৭৪১৪৬২৯
নিউজ ই-মেইল:- simantonewstv@gmail.com
©️২০২৫ সর্বস্বত্ব ®️ সংরক্ষিত। সীমান্ত টিভি