• সারাদেশ
  • আখাউড়া থানা পুলিশের বিশেষ অভিযানে আওয়ামী লীগের গ্রেপ্তার ৫

আখাউড়া থানা পুলিশের বিশেষ অভিযানে আওয়ামী লীগের গ্রেপ্তার ৫

২:০৯ অপরাহ্ণ , ১৬ ডিসেম্বর ২০২৫
আখাউড়া থানা পুলিশের বিশেষ অভিযানে আওয়ামী লীগের গ্রেপ্তার ৫

মোঃদেলোয়ার হোসেন, আখাউড়া প্রতিনিধি: আখাউড়া থানা পুলিশের বিশেষ অভিযানে গত ২৪ ঘন্টায় থানা এলাকায় অভিযান পরিচালনা করিয়া সন্ত্রাস বিরোধ আইনের মামলায় ০৫ জন আসামীকে গ্রেফতার করা হয়।আখাউড়া থানা পুলিশের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

ব্রাহ্মণবাড়িয়া জেলার পুলিশ সুপার জনাব শাহ মোঃ আব্দুর রউফ মহোদয়ের নির্দেশে, সহকারী পুলিশ সুপার জনাব মোঃ নাজমুস সাকিব, কসবা সার্কেল মহোদয়ের দিক-নির্দেশনায় এবং আখাউড়া থানার অফিসার ইনচার্জ জনাব মোঃ জাবেদ উল ইসলাম এর সার্বিক নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়।

ব্রাহ্মণবাড়িয়া আখাউড়া থানার পুলিশের বিশেষ অভিযানকালে এস.আই(নিরস্ত্র) জাহেদুল কাদের, এসআই(নিরস্ত্র) পুষন সাহা, এসআই(নিরস্ত্র) সুমন কান্তি দে, এসআই(নিরস্ত্র) এমরান হোসেন, এএসআই(নিরস্ত্র) আলতাব হোসেন, এএসআই(নিরস্ত্র) বিল্লাল হোসেন, এএসআই(নিরস্ত্র) আনোয়ার হোসেন ও সঙ্গীয় ফোর্স সহ আখাউড়া থানা এলাকায় ডেভিল হান্ট ফেইজ-২ অভিযান পরিচালনা করিয়া আখাউড়া থানার মামলা নং-২০/২৩৯, তাং-১৮/১১/২০২৪ ইং, ধারা-সন্ত্রাস বিরোধী আইন ২০০৯ (সংশোধনী/২০১৩) এর ৬/৭/১২ এর গ্রেফতারকৃত আসামী ১। ইসমাইল ভূইয়া (৪৫), পিতা- মৃত আবু তাহের ভুইয়া, মাতা- রোকেয়া বেগম, সাং- নোয়াপাড়া, থানা- আখাউড়া, জেলা- ব্রাহ্মণবাড়িয়া, ২। মোঃ নান্নু (৫১), পিতা- শহীদ মিয়া মেম্বার, মাতা- ফরিদা বেগম, সাং- নয়াদিল, থানা- আখাউড়া, জেলা- ব্রাহ্মণবাড়িয়া, ৩। মোঃ বাহাউদ্দিন বাবুল (৫২), পিতা- মৃত আব্দুর রহিম, মাতা- মৃত আম্বিয়া খাতুন, সাং- দূর্গাপুর মধ্যপাড়া, থানা- আখাউড়া, জেলা- আখাউড়া প্রতিনিধ ব্রাহ্মণবাড়িয়া, ৪। মামুন চৌধুরী (৪০), পিতা- হারুন চৌধুরী, মাতা-জোহরা বেগম, সাং- ধর্মনগর, থানা- আখাউড়া, জেলা- ব্রাহ্মণবাড়িয়া, ৫। রাব্বী খান (২৬), পিতা- সফিকুল ইসলাম, মাতা- ডলি বেগম, সাং- নোয়াপাড়া, থানা- আখাউড়া, জেলা- ব্রাহ্মণবাড়িয়া’দেরকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আসামীদেরকে অদ্যই বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়।

মন্তব্য লিখুন

আরও খবর