সীমান্ত টিভি নিউজ ডেস্ক: রাজধানীর আগারগাঁও এলাকায় মাইক্রোক্রেডিট রেগুলেটরি অথরিটি (এমআরএ)-এর নতুন ভবনের উদ্বোধন করেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। তবে উদ্বোধন অনুষ্ঠানে তার অংশগ্রহণ সত্ত্বেও ভবনের উদ্বোধনী ফলকে তার নাম উল্লেখ ছিল না, যা উপস্থিত অনেকের দৃষ্টি আকর্ষণ করে।
আজ শনিবার (১৭ মে) সকাল সাড়ে ১০টায় এ ভবনের আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ, বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর, এমআরএ-এর নির্বাহী পরিচালক অধ্যাপক হেলাল উদ্দিন আহমেদসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও বিশিষ্ট ব্যক্তিবর্গ।
জানা গেছে, ২০২৩ সালের ১ ফেব্রুয়ারি এমআরএ ভবনের নির্মাণকাজ আনুষ্ঠানিকভাবে শুরু হয়। ১৬ তলা ভিত্তির ওপর নির্মিত এই বহুতল ভবনে রয়েছে বাউন্ডারি ওয়াল, প্রবেশ গেট, গার্ড রুম, বৃষ্টির পানি সংরক্ষণের ব্যবস্থা (রেইন ওয়াটার হার্ভেস্টিং), সেপটিক ট্যাংক, সাইনেজ, ম্যুরাল, ডিপ টিউবওয়েলসহ নানা আধুনিক সুবিধা।
অ্যাসাইনমেন্ট এডিটর: মাহাথীর খান ফারুকী, অনলাইন এডিটর: শাহীন আলম জয়
নিউইয়র্ক অফিস: ৩৯৪৭,৬৩ স্ট্রিট, ফ্লোর-০১, উডসাইট, এনওয়াই-১১৩৭৭, নিউইয়র্ক সিটি, ইউএসএ। ফোন: +১(৩৪৭)৭৪১৪৬২৯
নিউজ ই-মেইল:- simantonewstv@gmail.com
©️২০২৫ সর্বস্বত্ব ®️ সংরক্ষিত। সীমান্ত টিভি