সীমান্ত টিভি নিউজ ডেস্ক: জুলাই গণঅভ্যুত্থানের প্রথম শহীদ আবু সাঈদ হত্যা মামলার বিচার কার্যক্রম শুরু হচ্ছে আজ বুধবার (২৭ আগস্ট)। রাজধানীর আগারগাঁওয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এ এদিন মামলার সূচনা বক্তব্য উপস্থাপন করা হবে। একই সঙ্গে সাক্ষ্যগ্রহণ শুরুরও সম্ভাবনা রয়েছে।
সকালে মামলার গ্রেফতার ছয় আসামিকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। তবে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি, রংপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনারসহ মোট ২৪ জন আসামি এখনও পলাতক রয়েছেন। তাদের পক্ষে ইতোমধ্যে সরকারি খরচে চারজন আইনজীবী নিয়োগ দেওয়া হয়েছে।
মামলার আনুষ্ঠানিক অভিযোগ গত ৩০ জুন আমলে নেয় ট্রাইব্যুনাল। এর আগে ২৪ জুন তদন্ত সংস্থা প্রসিকিউশনে প্রতিবেদন জমা দেয়।
গত ৬ আগস্ট ট্রাইব্যুনাল-২ এ বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি হাসিবুর রশীদসহ মোট ৩০ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর নির্দেশ দেওয়া হয়।
অ্যাসাইনমেন্ট এডিটর: মাহাথীর খান ফারুকী, অনলাইন এডিটর: শাহীন আলম জয়
নিউইয়র্ক অফিস: ৩৯৪৭,৬৩ স্ট্রিট, ফ্লোর-০১, উডসাইট, এনওয়াই-১১৩৭৭, নিউইয়র্ক সিটি, ইউএসএ। ফোন: +১(৩৪৭)৭৪১৪৬২৯
নিউজ ই-মেইল:- simantonewstv@gmail.com
©️২০২৫ সর্বস্বত্ব ®️ সংরক্ষিত। সীমান্ত টিভি