সীমান্ত টিভি নিউজ ডেস্ক: শারদীয় দুর্গাপূজা ও সাপ্তাহিক ছুটির সমন্বয়ে আজ বুধবার (১ অক্টোবর) থেকে শুরু হয়েছে টানা চার দিনের ছুটি। এ সময়ে সরকারি-বেসরকারি সব প্রতিষ্ঠান ও ব্যাংক বন্ধ থাকবে।
কর্মকর্তা-কর্মচারীরা আগামী শনিবার (৪ অক্টোবর) পর্যন্ত ছুটিতে থাকবেন এবং রোববার (৫ অক্টোবর) থেকে নিয়মমাফিক কর্মস্থলে যোগ দেবেন। সূত্র জানায়, দুর্গাপূজা উপলক্ষে ১ অক্টোবর (বুধবার) নির্বাহী আদেশে ছুটি ঘোষণা করা হয়েছে। পরদিন ২ অক্টোবর (বৃহস্পতিবার) বিজয়া দশমীর ছুটি। এরপর ৩ অক্টোবর (শুক্রবার) ও ৪ অক্টোবর (শনিবার) নিয়মিত সাপ্তাহিক ছুটি মিলে মোট চার দিন ছুটি উপভোগ করবেন কর্মীরা। তবে কিছু বেসরকারি প্রতিষ্ঠান শনিবার খোলা থাকবে, ফলে সেসব কর্মীরা একদিন কম ছুটি পাবেন।
এ সময় জরুরি পরিষেবা কার্যক্রম যথারীতি চালু থাকবে। বিদ্যুৎ, পানি, গ্যাস, জ্বালানি, ফায়ার সার্ভিস, বন্দর, পরিচ্ছন্নতা কার্যক্রম, টেলিফোন ও ইন্টারনেট সেবা, ডাক বিভাগসহ অপরিহার্য কাজে নিয়োজিত কর্মীদের উপস্থিত থাকতে হবে। একইভাবে হাসপাতাল, জরুরি চিকিৎসাসেবা, চিকিৎসক, স্বাস্থ্যকর্মী এবং ওষুধ-চিকিৎসা সরঞ্জাম পরিবহনে নিয়োজিতদের জন্যও ছুটি প্রযোজ্য নয়।
ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোও এ সময়ে বন্ধ থাকবে। ঢাকা স্টক এক্সচেঞ্জ ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ জানিয়েছে, ছুটি শেষে আগামী রোববার সকাল ১০টা থেকে আবার স্বাভাবিক লেনদেন শুরু হবে। একই দিনে ব্যাংকিং কার্যক্রমও চালু হবে। অন্যদিকে, দুর্গাপূজাসহ বিভিন্ন ধর্মীয় উৎসব উপলক্ষে দেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলো ২৬ সেপ্টেম্বর থেকে ছুটিতে রয়েছে। ফলে শিক্ষার্থীরা দীর্ঘ ছুটি উপভোগের সুযোগ পাচ্ছে।
অ্যাসাইনমেন্ট এডিটর: মাহাথীর খান ফারুকী, অনলাইন এডিটর: শাহীন আলম জয়
নিউইয়র্ক অফিস: ৩৯৪৭,৬৩ স্ট্রিট, ফ্লোর-০১, উডসাইট, এনওয়াই-১১৩৭৭, নিউইয়র্ক সিটি, ইউএসএ। ফোন: +১(৩৪৭)৭৪১৪৬২৯
নিউজ ই-মেইল:- simantonewstv@gmail.com
©️২০২৫ সর্বস্বত্ব ®️ সংরক্ষিত। সীমান্ত টিভি