সীমান্ত টিভি নিউজ ডেস্ক: অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস আজ (মঙ্গলবার) রাজধানীর রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় আরও সাতটি রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে বৈঠকে বসবেন। বৈঠকটি বিকেল ৫টায় শুরু হওয়ার কথা রয়েছে।
প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে সোমবার (১ সেপ্টেম্বর) পাঠানো বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এর আগে রোববার দেশের তিন প্রধান রাজনৈতিক দল বিএনপি, জামায়াতে ইসলামী ও এনসিপির নেতাদের সঙ্গে বৈঠক করেন ড. ইউনূস। বৈঠকে তিনি স্পষ্ট করে বলেন, আগামী বছরের ফেব্রুয়ারির মধ্যেই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে।
জাতির উদ্দেশে দেওয়া ভাষণের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করে ড. ইউনূস বলেন, নির্বাচনের কোনো বিকল্প চিন্তা করা জাতির জন্য গভীরভাবে বিপজ্জনক। আমি যে সময় ঘোষণা করেছি, ফেব্রুয়ারির প্রথমার্ধেই অবাধ, সুষ্ঠু ও উৎসবমুখর পরিবেশে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে।
প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানান, বৈঠকে সব রাজনৈতিক দলের প্রতিও একই প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছেন ড. ইউনূস। এছাড়া আসন্ন দুর্গাপূজা ঘিরে অস্থিতিশীলতা এড়াতে রাজনৈতিক দলগুলোর সহযোগিতা কামনা করেছেন তিনি। জাতীয় পার্টি প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে প্রেস সচিব বলেন, প্রধান উপদেষ্টা সব দলের বক্তব্য মনোযোগ দিয়ে শুনেছেন।
অ্যাসাইনমেন্ট এডিটর: মাহাথীর খান ফারুকী, অনলাইন এডিটর: শাহীন আলম জয়
নিউইয়র্ক অফিস: ৩৯৪৭,৬৩ স্ট্রিট, ফ্লোর-০১, উডসাইট, এনওয়াই-১১৩৭৭, নিউইয়র্ক সিটি, ইউএসএ। ফোন: +১(৩৪৭)৭৪১৪৬২৯
নিউজ ই-মেইল:- simantonewstv@gmail.com
©️২০২৫ সর্বস্বত্ব ®️ সংরক্ষিত। সীমান্ত টিভি