• জাতীয়
  • আটাবের পরিচালনা পর্ষদ বাতিল করে প্রশাসক নিয়োগ

আটাবের পরিচালনা পর্ষদ বাতিল করে প্রশাসক নিয়োগ

৯:২০ পূর্বাহ্ণ , ৪ আগস্ট ২০২৫
আটাবের পরিচালনা পর্ষদ বাতিল করে প্রশাসক নিয়োগ

সীমান্ত টিভি নিউজ ডেস্ক: অ্যাসোসিয়েশন অব ট্রাভেল এজেন্টস অব বাংলাদেশের (আটাব) কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার জন্য সংগঠনটির পরিচালনা পর্ষদ বাতিল ঘোষণা করে প্রশাসক নিয়োগ দিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়। পুনর্গঠিত আটাবে প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে বাণিজ্য মন্ত্রণালয়ের উপসচিব মোতাকাব্বীর আহমেদকে।

সোমবার (৪ আগস্ট) বাণিজ্য মন্ত্রণালয়ের বাণিজ্য সংগঠন-২ শাখার এক প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়।
এতে বলা হয়, আটাবের বর্তমান কমিটি অবৈধ ভোটের মাধ্যমে নির্বাচনে জয়ী হয়েছেন। বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের নিষেধ সত্ত্বেও আটাবের বর্তমান কমিটি ‘আটাব অনলাইন’ নামে একটি প্ল্যাটফর্মের মাধ্যমে অনেক শেয়ার হোল্ডারদের টাকা আত্মসাৎ করেছেন বলেও অভিযোগ পাওয়া গেছে। অ্যাসোসিয়েশনের বর্তমান কার্যনির্বাহী কমিটির সভাপতি আবদুস সালাম আরেফ ও মহাসচিব আফসিয়া জান্নাত সালেহ’র বিরুদ্ধে বিভিন্ন অনিয়মের অভিযোগ রয়েছে। অ্যাসোসিয়েশনের সভাপতি ও মহাসচিবের বিরুদ্ধে গ্রেফতারের জন্য মানববন্ধন হয়েছে।

এসব কারণে আটাব সংস্কার পরিষদ কর্তৃক অ্যাসোসিয়েশন অব ট্রাভেল এজেন্টস অব বাংলাদেশের (আটাব) কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার স্বার্থে কার্যনির্বাহী কমিটি বিলুপ্ত করে প্রশাসক নিয়োগের আবেদন পাওয়া গেছে। আবেদনের পরিপ্রেক্ষিতে সরকার প্রশাসক নিয়োগ দিয়েছে।

প্রজ্ঞাপনে জানানো হয়, নতুন প্রশাসক আগামী ১২০ দিনের মধ্যে ভোটার তালিকা হালনাগাদসহ একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠান সম্পন্ন করে নির্বাচিত কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর করে বাণিজ্য মন্ত্রণালয়কে অবহিত করবেন।

মন্তব্য লিখুন

আরও খবর