সীমান্ত টিভি নিউজ ডেস্ক: বাণিজ্য মন্ত্রণালয়ের উপসচিব মোতাকাব্বীর আহমেদকে অ্যাসোসিয়েশন অব ট্রাভেল এজেন্টস্ অব বাংলাদেশের (আটাব) প্রশাসক হিসেবে নিয়োগ দেয়া হয়েছে।
সোমবার (৪ আগস্ট) বাণিজ্য মন্ত্রণালয়ের বাণিজ্য সংগঠনের মহাপরিচালক (চলতি দায়িত্ব) মুহাম্মদ রেহান উদ্দিন স্বাক্ষরিত অফিস আদেশে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়, আটাব বাণিজ্য ম্যাণালয়ের লাইসেন্সপ্রাপ্ত একটি নিবন্ধিত বাণিজ্য সংগঠন। আটাবের বর্তমান কমিটি অবৈধ ভোটের মাধ্যমে নির্বাচনে জয়ী হয়েছে। বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের নিষেধ সত্ত্বেও আটাবের বর্তমান কমিটি আটাব অনলাইন নামে একটি প্ল্যাটফর্মের মাধ্যমে অনেক শেয়ার হোল্ডারদের টাকা আত্মসাৎ করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে।
আটাবের বর্তমান কার্যনির্বাহী কমিটির সভাপতির বিরুদ্ধে বিভিন্ন অনিয়মের অভিযোগ রয়েছে উল্লেখ করে আদেশে আরও বলা হয়, সংগঠনটির সভাপতি ও মহাসচিবের বিরুদ্ধে গ্রেফতারের জন্য মানববন্ধন হয়েছে। আটাব সংস্কার পরিষদ কর্তৃক অ্যাসোসিয়েশন অব ট্রাভেল এজেন্টস্ অব বাংলাদেশের কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার স্বার্থে কার্যনির্বাহী কমিটি বিলুপ্ত করে প্রশাসক নিয়োগের আবেদন পাওয়া গেছে।
এ পরিস্থিতিতে আটাবের কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার লক্ষ্যে বাণিজ্য সংগঠন আইন, ২০২২ এর ১৭ ধারা অনুযায়ী সংগঠনটির পরিচালনা পর্ষদ বাতিল করে সরকারের অনুমোদনক্রমে বাণিজ্য মন্ত্রণালয়ের উপসচিব মোতাকাব্বীর আহমেদকে আটাবের প্রশাসক হিসেবে নিয়োগ করা হয়েছে।
নিয়োগকৃত প্রশাসক ১২০ দিনের মধ্য একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের মাধ্যমে নির্বাচিত কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর করে মন্ত্রণালয়কে অবহিত করবেন বলেও জানানো হয় আদেশে।
অ্যাসাইনমেন্ট এডিটর: মাহাথীর খান ফারুকী, অনলাইন এডিটর: শাহীন আলম জয়
নিউইয়র্ক অফিস: ৩৯৪৭,৬৩ স্ট্রিট, ফ্লোর-০১, উডসাইট, এনওয়াই-১১৩৭৭, নিউইয়র্ক সিটি, ইউএসএ। ফোন: +১(৩৪৭)৭৪১৪৬২৯
নিউজ ই-মেইল:- simantonewstv@gmail.com
©️২০২৫ সর্বস্বত্ব ®️ সংরক্ষিত। সীমান্ত টিভি