সিমান্ত টিভি নিউজ ডেস্ক: নানান অনিয়ম দুর্নীতির বিরুদ্ধে আটাবের আগের বিতর্কিত কমিটি সরকারিভাবে বিলুপ্ত হলেও আওয়ামী ঘনিষ্ঠ আরিফ-আপসিয়া প্যানেলের লোকজন এখনো দখল ছাড়তে নারাজ। নতুন প্রশাসক দায়িত্ব নিতে গেলে আজ সকালে আটাব ভবনের মূল ফটকে তালা ঝুলতে দেখা যায়।
দায়িত্ব গ্রহণে বাধা পেয়ে ক্ষুব্ধ আটাব সদস্যরা ভবনের সামনে মানববন্ধন করেন।
তারা বলেন সরকারের সিদ্ধান্তে আমরা কৃতজ্ঞ। ফ্যাসিস্ট ও সিন্ডিকেটচক্রের জাল ভোটে আসা কমিটি শেষ পর্যন্ত বিদায় নিয়েছে। এবার তাদের অপশাসনের সম্পূর্ণ অবসান ঘটাতেই হবে।
নতুন প্রশাসক মোতাকাব্বির আহমেদ
বলেন, সরকারের নিয়োগপ্রাপ্ত হয়েও অফিসে তালাবদ্ধ অবস্থায় পেয়ে হতবাক হয়েছি।
এসময় আন্দোলনকারী সদস্যরা হুঁশিয়ারি দেন-যারা ভবিষ্যতে টিকিট সিন্ডিকেট করে বাজার নিয়ন্ত্রণের চেষ্টা করবে, তাদের কঠোরভাবে প্রতিহত করা হবে।
অ্যাসাইনমেন্ট এডিটর: মাহাথীর খান ফারুকী, অনলাইন এডিটর: শাহীন আলম জয়
নিউইয়র্ক অফিস: ৩৯৪৭,৬৩ স্ট্রিট, ফ্লোর-০১, উডসাইট, এনওয়াই-১১৩৭৭, নিউইয়র্ক সিটি, ইউএসএ। ফোন: +১(৩৪৭)৭৪১৪৬২৯
নিউজ ই-মেইল:- simantonewstv@gmail.com
©️২০২৫ সর্বস্বত্ব ®️ সংরক্ষিত। সীমান্ত টিভি