সীমান্ত টিভি নিউজ ডেস্ক: সিন্ডিকেট করে এয়ারলাইন্সের ভাড়া বৃদ্ধি আর দুর্নীতি অনিয়মের অভিযোগ এনে অ্যাসোসিয়েশন অব ট্রাভেল অব বাংলাদেশ (আটাব)-এর বর্তমান কমিটি ভেঙে প্রশাসক বসানোর দাবি জানিয়েছে আটাব সংস্কার পরিষদ ও সাধারণ সদস্যরা।
বুধবার (১৪ মে) বিকেল রাজধানীর কাকরাইলে ইনস্টিটিউট অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশের সামনে এক মানববন্ধনে আটাব সদস্যরা এই দাবি জানান। এসময় সদস্যরা অভিযোগ করেন, বর্তমান কমিটির সভাপতি মহাসচিব সহ কয়েকজন সিন্ডিকেট করে এয়ারলাইন্স টিকিট চড়া দামে বিক্রি করে বিপুল অঙ্কের টাকা হাতিয়ে নিয়েছে।
এছাড়াও সভাপতি-মহাসচিব সহ দায়িত্বশীল কয়েকজনের বিরুদ্ধে সংগঠনটির অর্থ আত্মসাতের অভিযোগ তুলেন তারা। শিগগিরই বর্তমান কমিটি বিলুপ্ত করে দ্রুত নির্বাচন দিয়ে নতুন নেতৃত্ব বেছে নেওয়ার সুযোগ দেওয়ার দাবি করেন সদস্যরা। আগামী ৭ দিনের মধ্যে দাবি পূরণ না হলে কঠোর কর্মসূচির ঘোষণা করেন তারা।
এসময় সদস্যরা অভিযোগ করে বলেন, ফ্যাসিস্ট আওয়ামী লীগের সময় কালে আটাব সভাপতি ও মহসচিব প্রভাব খাটিয়ে ভৌতিক ভোটার তালিকা ও কেন্দ্র দখল করে নানা অনিয়মের অভিযোগ করেন তাদের বিরুদ্ধে। সদ্যসরা আরোও বলেন, ফ্যাসিস্ট আওয়ামী লীগের সহযোগিতায় বারবার নির্বাচিত হয়ে টুঙ্গি পাড়ায় শেখ মুজিবুর রহমানের মাজার জিয়ারত করেন, এছাড়াও আটাব সভাপিত আব্দুস সালাম, আরেফ কুয়েত এ্যাম্বাসী, সিন্ডিকেটর ৬ জনের প্রধান এবং গ্রুপ টিকেটের মাস্টার মাইন্ড বলে সদস্যরা বিভিন্ন স্লোগান দেন।
অ্যাসাইনমেন্ট এডিটর: মাহাথীর খান ফারুকী, অনলাইন এডিটর: শাহীন আলম জয়
নিউইয়র্ক অফিস: ৩৯৪৭,৬৩ স্ট্রিট, ফ্লোর-০১, উডসাইট, এনওয়াই-১১৩৭৭, নিউইয়র্ক সিটি, ইউএসএ। ফোন: +১(৩৪৭)৭৪১৪৬২৯
নিউজ ই-মেইল:- simantonewstv@gmail.com
©️২০২৫ সর্বস্বত্ব ®️ সংরক্ষিত। সীমান্ত টিভি