সীমান্ত টিভি নিউজ ডেস্ক: অ্যাসোসিয়েশন অব ট্রাভেল এজেন্টস অব বাংলাদেশের (আটাব) সভাপতি ও মহাসচিবের বিরুদ্ধে অর্থ আত্মসাৎ, অর্থ পাচার ও দুর্নীতির অভিযোগ তুলে সংগঠনটির কার্যনির্বাহী সদস্যপদ থেকে স্বেচ্ছায় পদত্যাগ করেছেন নড়িয়া ট্রাভেলস অ্যান্ড ট্যুরসের স্বত্বাধিকারী সবুজ মুন্সী। বৃহস্পতিবার (২৪শে এপ্রিল) গণমাধ্যমকে তিনি এ তথ্য নিশ্চিত করেন।
নড়িয়া ট্রাভেলস অ্যান্ড ট্যুরসের প্যাডে দেয়া পদত্যাগপত্রে সবুজ মুন্সী উল্লেখ করেন, আটাব কমিটির স্বেচ্ছাচারিতা ও অনিয়মের কারণে এবং সাধারণ সদস্যদের পক্ষ থেকে বিভিন্ন মন্ত্রণালয়ে অভিযোগ দায়ের হওয়ায় তিনি বিব্রতবোধ করছেন।
তিনি আরও উল্লেখ করে বলেন, আটাবের সভাপতি আবদুস সালাম আরেফ ও মহাসচিব আফসিয়া জান্নাত সালেহ ফেম ট্রিপের নামে বিভিন্ন সময় সায়মন ওভারসীজ এবং সায়মন হলিডেজের মাধ্যমে বিদেশে অর্থ পাচার করেছেন। তিনি এ কর্মকাণ্ডকে মানি লন্ডারিং প্রতিরোধ আইনের লঙ্ঘন হিসেবে উল্লেখ করে অভিযুক্তদের বিরুদ্ধে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান।
এদিকে অর্থ আত্মসাৎ, অর্থপাচার ও দুর্নীতির অভিযোগে আটাবের বর্তমান সভাপতি আবদুস সালাম আরেফ ও মহাসচিব আফসিয়া জান্নাত সালেহের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন (দুদক) ছাড়াও একাধিক গোয়েন্দা সংস্থা তদন্ত শুরু করেছে বলে জানা গেছে।
উল্লেখ্য, গত ২২শে এপ্রিল বাণিজ্য মন্ত্রণালয়ের উপসচিব তাহসিনা বেগম স্বাক্ষরিত এক চিঠিতে আটাবকে কারণ দর্শানোর নোটিশ পাঠানো হয়।ওই চিঠিতে প্রশ্ন তোলা হয়, কেন আটাবে প্রশাসক নিয়োগ দেয়া হবে না। সংগঠনটিকে ১০ কর্মদিবসের মধ্যে লিখিতভাবে জবাব দিতে বলা হয়েছে।
অ্যাসাইনমেন্ট এডিটর: মাহাথীর খান ফারুকী, অনলাইন এডিটর: শাহীন আলম জয়
নিউইয়র্ক অফিস: ৩৯৪৭,৬৩ স্ট্রিট, ফ্লোর-০১, উডসাইট, এনওয়াই-১১৩৭৭, নিউইয়র্ক সিটি, ইউএসএ। ফোন: +১(৩৪৭)৭৪১৪৬২৯
নিউজ ই-মেইল:- simantonewstv@gmail.com
©️২০২৫ সর্বস্বত্ব ®️ সংরক্ষিত। সীমান্ত টিভি