শাহীন আলম জয় (চিফ রিপোর্টার) আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আকিজ এয়ার প্রেজেন্ট মিরর গ্রুপের উদ্যোগে গত ২০ মার্চ (বৃহস্পতিবার) রাজধানী গুলশানের একটি কনভেনশন হলে বাংলাদেশের খ্যাতিমান ব্যক্তিদেরকে অ্যাওয়ার্ড দেওয়া হয়।
এতে তাইওয়ান পাকিস্তান সহ বিভিন্ন দেশের রাষ্ট্রদূতদের উপস্থিত থেকে নমিনেশন প্রাপ্ত বিজয়ী ব্যক্তিদেরকে ক্রেস্ট প্রদান করা হয়। উল্লেখ্য, নমিনেশন ক্যাটাগরি গুলো ছিল বেস্ট অফ রিপোর্টারস, বেস্ট অফ প্রেজেন্টারস, বেস্ট অফ বিজনেসম্যান, বেস্ট অফ ইন্টারন্যাশনাল ট্রাভেলার্স, বেস্ট অফ এক্টরস, বেস্ট অফ ব্র্যান্ড প্রোমোটরস, বেস্ট অফ অনলাইন এক্টিভিটিস সহ বিভিন্ন ক্যাটাগরিতে দেশের খেতিমান ব্যক্তিদেরকে ক্রেস্ট প্রদান করা হয়।
অ্যাসাইনমেন্ট এডিটর: মাহাথীর খান ফারুকী, অনলাইন এডিটর: শাহীন আলম জয়
ঢাকা অফিস: ৪২-৪৩ (ট্রেজার আইল্যান্ড) সিদ্ধেশ্বরী সার্কুলার রোড, শান্তিনগর ঢাকা-১২১৭। ফোন:+৮৮০১৭১১-০৪০২০৮
নিউজ ই-মেইল:- simantonewstv@gmail.com
©️২০২৫ সর্বস্বত্ব ®️ সংরক্ষিত। সীমান্ত টিভি