
সীমান্ত টিভি নিউজ ডেস্ক: রিটার্নিং কর্মকর্তাদের দেওয়া সিদ্ধান্তের বিরুদ্ধে দায়ের করা আপিল শুনানিতে কোনো ধরনের পক্ষপাতিত্ব করা হয়নি বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। তিনি বলেন, নির্বাচন কমিশন সম্পূর্ণ নিরপেক্ষতা বজায় রেখেই আপিল নিষ্পত্তি করেছে।
রোববার (১৮ জানুয়ারি) সন্ধ্যায় টানা নয় দিনের আপিল শুনানি কার্যক্রম শেষ হওয়ার পর আপিলকারীদের উদ্দেশে বক্তব্য রাখতে গিয়ে সিইসি এসব কথা বলেন। তিনি জানান, কমিশনের প্রধান লক্ষ্য ছিল একটি অংশগ্রহণমূলক ও সবার কাছে গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করা।
প্রধান নির্বাচন কমিশনার আরও বলেন, স্বতন্ত্র প্রার্থীদের ক্ষেত্রে ১ শতাংশ ভোটারের সমর্থনের শর্ত শিথিল করা হয়েছে, যাতে আরও বেশি প্রার্থী নির্বাচনে অংশগ্রহণের সুযোগ পান। তাঁর ভাষায়, “আমাদের উদ্দেশ্য হলো—সবাই যেন নির্বাচনী প্রক্রিয়ায় যুক্ত হতে পারে এবং একটি সুন্দর নির্বাচন অনুষ্ঠিত হয়।”
তিনি জানান, নয় দিনব্যাপী আপিল শুনানি সফলভাবে সম্পন্ন হয়েছে। ভোটগ্রহণ যেন সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নিরপেক্ষভাবে অনুষ্ঠিত হয়, সে জন্য সবার সহযোগিতা প্রত্যাশা করেন তিনি। অংশগ্রহণমূলক নির্বাচন আয়োজনে নির্বাচন কমিশন সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে বলেও উল্লেখ করেন সিইসি।
নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, এবারের নির্বাচনে রিটার্নিং কর্মকর্তাদের বাতিল করা ৭২৩টি মনোনয়নের বিপরীতে মোট ৬৪৫টি আপিল আবেদন জমা পড়ে। শুনানি শেষে ৪১০ জন প্রার্থী তাদের প্রার্থিতা ফিরে পেয়েছেন। অন্যদিকে, ২০০টি আপিল আবেদন খারিজ করা হয়েছে এবং এখনো ৩০টি আবেদন নিষ্পত্তির অপেক্ষায় রয়েছে।
তফসিল অনুযায়ী, আগামী ২০ জানুয়ারি প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন। এরপর ২১ জানুয়ারি প্রার্থীদের মধ্যে নির্বাচনী প্রতীক বরাদ্দ দেওয়া হবে।


মন্তব্য লিখুন
আরও খবর
কোনো অজুহাতে জাতীয় সংসদ নির্বাচন পেছানোর সুযোগ নেই:...
কোনো অজুহাতে জাতীয় সংসদ নির্বাচন পেছানোর...
তারেক রহমানের চলন্ত গাড়িতে খাম লাগিয়ে উধাও বাইকার
তারেক রহমানের চলন্ত গাড়িতে খাম লাগিয়ে...
গ্লোবাল আইকনিক অ্যাওয়ার্ড পেলেন সিনিয়র রিপোর্টার জয় শাহীন
গ্লোবাল আইকনিক অ্যাওয়ার্ড পেলেন সিনিয়র রিপোর্টার...
গ্লোবাল আইকনিক লিডারশিপ অ্যাওয়ার্ডে সম্মানিত সম্পাদক ও প্রকাশক...
গ্লোবাল আইকনিক লিডারশিপ অ্যাওয়ার্ডে সম্মানিত সম্পাদক...
মনোনয়ন আপিলে ৮ম দিনের শুনানি নিচ্ছে ইসি
মনোনয়ন আপিলে ৮ম দিনের শুনানি নিচ্ছে...
জাতীয় নির্বাচন পর্যবেক্ষণে মাঠে নেমেছেন ইইউ’র ৫৬ পর্যবেক্ষক
জাতীয় নির্বাচন পর্যবেক্ষণে মাঠে নেমেছেন ইইউ’র...