সীমান্ত টিভি নিউজ ডেস্ক: আশুলিয়ায় ছাত্র-জনতার আন্দোলনের সময় শাহাবুল ইসলাম ওরফে শাওন হত্যার ঘটনায় দায়ের করা মামলায় সাবেক শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমানকে চার দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ। একই মামলায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হককে গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।
বৃহস্পতিবার (১৯ জুন) ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট (সিজেএম) আদালতে শুনানি শেষে এই আদেশ দেওয়া হয়। বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা জেলা পুলিশের আদালত পরিদর্শক আখতার হোসেন।
আদালতে পুলিশ জানায়, গত ৪ আগস্ট আশুলিয়ায় বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে গুলিবিদ্ধ হয়ে নিহত হন শাহাবুল ইসলাম। মামলার তদন্তে সালমান এফ রহমানের সম্পৃক্ততার অভিযোগ উঠে আসায় তাকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের আবেদন করা হয়। একইসঙ্গে আনিসুল হককে গ্রেফতার দেখানোর আবেদন জানায় পুলিশ।
শুনানি শেষে আদালত সালমান এফ রহমানের চার দিনের রিমান্ড মঞ্জুর করেন এবং আনিসুল হককে গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। উল্লেখ্য, শেখ হাসিনা সরকারের পতনের পর ১৩ আগস্ট গ্রেফতার হন এই দুই সাবেক উপদেষ্টা। বিভিন্ন মামলায় সালমান এফ রহমানের মোট ১১ মামলায় ৬১ দিন এবং আনিসুল হকের ৫৬ দিনের রিমান্ড অনুমোদন দিয়েছে আদালত।
হেড অফ নিউজ: মাহাথীর খান ফারুকী, অ্যাসাইনমেন্ট এডিটর: শাহীন আলম জয়
নিউইয়র্ক অফিস: ৩৯৪৭,৬৩ স্ট্রিট, ফ্লোর-০১, উডসাইট, এনওয়াই-১১৩৭৭, নিউইয়র্ক সিটি, ইউএসএ। ফোন: +১(৩৪৭)৭৪১৪৬২৯
নিউজ ই-মেইল:- simantonewstv@gmail.com
©️২০২৫ সর্বস্বত্ব ®️ সংরক্ষিত। সীমান্ত টিভি