
সীমান্ত টিভি নিউজ ডেস্ক: রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদ হত্যাকাণ্ডে মানবতাবিরোধী অপরাধের মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগ (ফরমাল চার্জ) দাখিল করা হয়েছে।
সোমবার (৩০ জুন) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশন বিভাগের রেজিস্ট্রার কার্যালয়ে এ অভিযোগ জমা দেওয়া হয়। প্রসিকিউটর গাজী এমএইচ তামিম জানান, মামলাটি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এ দাখিল করা হয়েছে এবং আজ সকাল সাড়ে ১১টায় এ বিষয়ে শুনানি হওয়ার কথা রয়েছে।
ট্রাইব্যুনাল-২-এর বিচারিক প্যানেল গঠন করা হয়েছে বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বে। অপর দুই সদস্য হলেন অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ মো. মঞ্জুরুল বাছিদ এবং জেলা ও দায়রা জজ নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।
তামিম জানান, চিফ প্রসিকিউটর সরকারের ব্যস্ততার কারণে রবিবার অভিযোগ জমা দেওয়া সম্ভব হয়নি। এর আগে, আবু সাঈদের হত্যাকাণ্ড নিয়ে তদন্ত প্রতিবেদন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা প্রসিকিউশন দপ্তরে জমা দেয়। প্রতিবেদনে ৩০ জনের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে। এ তথ্য নিশ্চিত করেন প্রসিকিউটর মো. মিজানুল ইসলাম। তিনি জানান, গত ২৪ জুন তদন্ত প্রতিবেদনটি চিফ প্রসিকিউটরের দপ্তরে জমা দেওয়া হয়।
আসামিদের মধ্যে রয়েছেন বিশ্ববিদ্যালয়ের সাবেক প্রক্টর শরিফুল ইসলাম, পুলিশের সাবেক এএসআই আমির হোসেন, সাবেক কনস্টেবল সুজন চন্দ্র রায় এবং ছাত্রলীগ নেতা ইমরান চৌধুরী। তবে তদন্তের স্বার্থে অন্যদের নাম প্রকাশ করা হয়নি।
উল্লেখ্য, আবু সাঈদ ছিলেন জুলাই গণঅভ্যুত্থানে নিহত প্রথম শহীদ। তার মৃত্যুকে কেন্দ্র করে সারা দেশে তীব্র প্রতিবাদ ছড়িয়ে পড়ে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল মামলাটি মানবতাবিরোধী অপরাধ হিসেবে গ্রহণ করে বিচার কার্যক্রম শুরু করতে যাচ্ছে।


মন্তব্য লিখুন
আরও খবর
ইলেকশন হবে ইনশাআল্লাহ, কোনো শঙ্কা নেই: সিইসি
ইলেকশন হবে ইনশাআল্লাহ, কোনো শঙ্কা নেই:...
ওসমান হাদিকে হত্যাচেষ্টার ঘটনায় মামলা, ছয়জন গ্রেপ্তার
ওসমান হাদিকে হত্যাচেষ্টার ঘটনায় মামলা, ছয়জন...
হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেলের মালিক গ্রেফতার
হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেলের মালিক...
শহীদ বুদ্ধিজীবীদের স্মরণে স্মৃতিসৌধে প্রধান উপদেষ্টার শ্রদ্ধা নিবেদন
শহীদ বুদ্ধিজীবীদের স্মরণে স্মৃতিসৌধে প্রধান উপদেষ্টার...
প্রধান উপদেষ্টার সঙ্গে বিএনপি-জামায়াত-এনসিপির জরুরি বৈঠক
প্রধান উপদেষ্টার সঙ্গে বিএনপি-জামায়াত-এনসিপির জরুরি বৈঠক
মধ্যরাতে সিলেটে মাত্র ৫ মিনিটের ব্যবধানে দুইবার ভূমিকম্প...
মধ্যরাতে সিলেটে মাত্র ৫ মিনিটের ব্যবধানে...