সীমান্ত টিভি নিউজ ডেস্ক: দেশজুড়ে এখন নির্বাচনের উত্তাপ এমনটাই জানিয়েছেন নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র সচিব আখতার আহমেদ। বুধবার রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউটের (ইটিআই) সাংবাদিক প্রশিক্ষণ কর্মসূচিতে বিশেষ অতিথির বক্তব্যে তিনি বলেন,
“আমরা এখন নির্বাচনের জোয়ারে আছি। সবাই চায় একটি উৎকৃষ্ট, মানসম্মত নির্বাচন।
তিনি আরও জানান, সামনে জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট দুটি মিলেই বিশাল প্রস্তুতি ও কর্মপরিকল্পনার অংশ। গণভোটের চারটি প্রশ্ন নিয়ে সংশয় থাকলেও এটি মূলত একটি সমগ্র প্যাকেজ হিসেবে বিবেচনা করার আহ্বান জানান তিনি।
আখতার আহমেদ বলেন, রাজনৈতিক দলের ইশতেহারে অনেক বিষয় থাকে—সবকিছুতে একমত হওয়া যায় না। কিন্তু সামগ্রিকটা দেখে ভোটাররা সিদ্ধান্ত নেন। গণভোটের ক্ষেত্রেও একই বিষয় প্রযোজ্য। কর্মসূচিতে সভাপতিত্ব করেন ইটিআইয়ের মহাপরিচালক মেহাম্মদ হাসানুজ্জামান। উপস্থিত ছিলেন নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ।
হেড অফ নিউজ: মাহাথীর খান ফারুকী, অ্যাসাইনমেন্ট এডিটর: শাহীন আলম জয়
নিউইয়র্ক অফিস: ৩৯৪৭,৬৩ স্ট্রিট, ফ্লোর-০১, উডসাইট, এনওয়াই-১১৩৭৭, নিউইয়র্ক সিটি, ইউএসএ। ফোন: +১(৩৪৭)৭৪১৪৬২৯
নিউজ ই-মেইল:- simantonewstv@gmail.com
©️২০২৫ সর্বস্বত্ব ®️ সংরক্ষিত। সীমান্ত টিভি