সীমান্ত টিভি নিউজ ডেস্ক: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান জানিয়েছেন, আগামী ২৫ ডিসেম্বর তিনি দেশে প্রত্যাবর্তন করবেন। তবে ওই দিন তাকে বিদায় জানাতে লন্ডনের বিমানবন্দরে না যাওয়ার জন্য প্রবাসী বাংলাদেশিদের প্রতি বিশেষভাবে অনুরোধ জানিয়েছেন তিনি। বিমানবন্দরে অতিরিক্ত ভিড় বা হট্টগোল হলে দেশ ও দলের ভাবমূর্তি ক্ষুণ্ন হতে পারে বলেও সতর্ক করেন তারেক রহমান।
মঙ্গলবার (১৬ ডিসেম্বর) লন্ডনে যুক্তরাজ্য বিএনপির আয়োজনে মহান বিজয় দিবস উপলক্ষে অনুষ্ঠিত এক আলোচনা সভায় বক্তব্য রাখতে গিয়ে তিনি এসব কথা বলেন।
তারেক রহমান বলেন, আপনাদের সঙ্গে আমি দীর্ঘ ১৮ বছর সময় কাটিয়েছি। বিভিন্ন সময়ে, বিভিন্ন অনুষ্ঠানে বহু মানুষের সঙ্গে দেখা হয়েছে। আপনাদের সঙ্গে বহু স্মৃতি রয়েছে, বহু দুঃখ-কষ্ট আমরা একসঙ্গে ভাগাভাগি করেছি।
তিনি আরও বলেন, প্রত্যেকের কাছে আমার একটি বিশেষ অনুরোধ-আগামী ২৫ তারিখে ইনশাআল্লাহ আপনাদের দোয়ায় এবং আল্লাহর রহমতে আমি দেশে ফিরে যাব। কিন্তু এখানে উপস্থিত প্রত্যেকের কাছে বিনীতভাবে অনুরোধ করছি, সেদিন দয়া করে কেউ আমাকে বিদায় জানাতে এয়ারপোর্টে যাবেন না।
তারেক রহমানের ভাষ্য, এয়ারপোর্টে অনেক মানুষ একত্রিত হলে হট্টগোল সৃষ্টি হতে পারে। তখন সবাই বুঝবে যে আমরা বাংলাদেশি। এতে করে দেশের সুনাম ক্ষুণ্ন হবে, একই সঙ্গে দলের ভাবমূর্তিও ক্ষতিগ্রস্ত হতে পারে।
তিনি বলেন, “যারা আমার এই অনুরোধ সম্মান করবেন এবং সেদিন এয়ারপোর্টে যাবেন না, আমি ধরে নেব তারা দল এবং সর্বোপরি দেশের সম্মানের প্রতি শ্রদ্ধাশীল। আর আমার অনুরোধের পরও যারা সেখানে যাবেন, আমি মনে করব তারা ব্যক্তিগত স্বার্থে গিয়েছেন।
হেড অফ নিউজ: মাহাথীর খান ফারুকী, অ্যাসাইনমেন্ট এডিটর: শাহীন আলম জয়
নিউইয়র্ক অফিস: ৩৯৪৭,৬৩ স্ট্রিট, ফ্লোর-০১, উডসাইট, এনওয়াই-১১৩৭৭, নিউইয়র্ক সিটি, ইউএসএ। ফোন: +১(৩৪৭)৭৪১৪৬২৯
নিউজ ই-মেইল:- simantonewstv@gmail.com
©️২০২৫ সর্বস্বত্ব ®️ সংরক্ষিত। সীমান্ত টিভি