সীমান্ত টিভি নিউজ ডেস্ক: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল, আশুগঞ্জ ও বিজয়নগরের দুটি ইউনিয়ন) আসনের স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার রুমিন ফারহানা নির্বাচনী পরিবেশ ও ভোটের নিরাপত্তা নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন। ‘হাঁস’ প্রতীকের এই প্রার্থী আশঙ্কা করেন, জালভোটের মাধ্যমে তার প্রতীক কেড়ে নেওয়ার অপচেষ্টা হতে পারে।
মঙ্গলবার (২০ জানুয়ারি) বিকেলে আশুগঞ্জ উপজেলার দুর্গাপুর ইউনিয়নের বগইর বাজার ও সোহাগপুর এলাকায় আয়োজিত উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এ সময় ভোটারদের সতর্ক থাকার আহ্বান জানিয়ে রুমিন ফারহানা বলেন, “সবাই সজাগ থাকবেন, যেন আমার হাঁস চুরি না হয়।”
তিনি বলেন, ভোটের দিন সাধারণ মানুষের ভোটাধিকার সুরক্ষা করাই সবচেয়ে বড় চ্যালেঞ্জ। কোনো ধরনের অনিয়ম, জালভোট বা চাপ প্রয়োগের চেষ্টা হলে তা ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করতে হবে। একই সঙ্গে একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দায়িত্বশীল ভূমিকার ওপর গুরুত্ব দেন তিনি।
রুমিন ফারহানা আরও বলেন, “আল্লাহ ছাড়া দুনিয়ার কোনো শক্তি নেই, যে আপনাদের কাছ থেকে আমাকে আলাদা করতে পারে। সরাইল ও আশুগঞ্জ আমার বাপ-দাদার ভিটা। এই এলাকার মানুষের অধিকার আদায়ে আমি শেষ পর্যন্ত লড়াই চালিয়ে যাব।”
এলাকাবাসীর ভালোবাসা ও সমর্থনই তার সবচেয়ে বড় শক্তি উল্লেখ করে তিনি জানান, নির্বাচিত হলে সরাইল ও আশুগঞ্জের সামগ্রিক উন্নয়ন, সুশাসন প্রতিষ্ঠা এবং সাধারণ মানুষের ন্যায্য অধিকার নিশ্চিত করাই হবে তার প্রধান অগ্রাধিকার।
হেড অফ নিউজ: মাহাথীর খান ফারুকী, অ্যাসাইনমেন্ট এডিটর: শাহীন আলম জয়
নিউইয়র্ক অফিস: ৩৯৪৭,৬৩ স্ট্রিট, ফ্লোর-০১, উডসাইট, এনওয়াই-১১৩৭৭, নিউইয়র্ক সিটি, ইউএসএ। ফোন: +১(৩৪৭)৭৪১৪৬২৯
নিউজ ই-মেইল:- simantonewstv@gmail.com
©️২০২৫ সর্বস্বত্ব ®️ সংরক্ষিত। সীমান্ত টিভি