• জাতীয়
  • ইজতেমা মাঠে সংঘর্ষে চারজন নিহত, আহত শতাধিক।

ইজতেমা মাঠে সংঘর্ষে চারজন নিহত, আহত শতাধিক।

১২:৪৩ অপরাহ্ণ , ১৮ ডিসেম্বর ২০২৪
ইজতেমা মাঠে সংঘর্ষে চারজন নিহত, আহত শতাধিক।

(সীমান্ত টিভি প্রতিবেদক)

দেশের সবচাইতে বড় ধর্মীয় তাবলীগ জমায়েত সমাবেশের একটি টঙ্গীর বিশ্ব ইজতেমা ময়দানে মাওলানা জুবায়ের ও সাদপন্থি সমর্থকদের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। মঙ্গলবার মধ্যরাত থেকে চলা সংঘর্ষে মুসল্লির নিহতের খবর পাওয়া গেছে। উভয় পক্ষই নিহত মুসল্লিরা তাদের বলে দাবি করছে। এ সময় উভয় পক্ষের শতাধিক ব্যক্তি আহত হয়েছেন। (১৮ ডিসেম্বর) ভোররাত ৩টা থেকে ইজতেমা মাঠ দখলে নেওয়ার চেষ্টা করলে এ সংঘর্ষের শুরু হয় বলে জানা গেছে।

জুবায়েরপন্থি তাবলিগ জামাত এর মিডিয়া সমন্বয়কারী হাবিবুল্লাহ রায়হান বিষয়টি নিশ্চিত করেছেন।

জানাযায় এ ঘটনায় চারজন নিহত হয়েছে । তাদের মধ্যে কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার বাচ্চু মিয়া (৭০) এবং ঢাকার দক্ষিণখান এলাকার বেলাল (৬০)। নিহত বাকি দুজনের পরিচয় এখনও জানা যায়নি।

এ ঘটনায় জড়িতদের আইনের আওতায় আনা হবে জানিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ইজতেমা মাঠে হত্যাকাণ্ডে যারা জড়িত, তাদের অবশ্যই আইনের আওতায় আনা হবে।

মন্তব্য লিখুন

আরও খবর