সীমান্ত টিভি ক্রীড়া ডেস্ক: এবারের পাকিস্তান সুপার লিগে খেলার কথা ছিল লিটন দাস করাচি কিংসের হয়ে। বাংলাদেশি এই ব্যাটারের আজ মাঠে নামার সম্ভাবনা ছিল। প্রথম ম্যাচে আজ তার দল করাচি কিংস মাঠে নামবে মুলতান সুলতান্সের বিপক্ষে।
তবে লিটনকে অভিষেকের আগেই দেশে ফিরে আসতে হচ্ছে। কারণ তার আঙুলে চোট পেয়েছেন তিনি। যার ফলে এবারের পিএসএল যাত্রা শেষ হয়ে গেছে তার। সেটাও আবার অভিষেকের আগেই।
ম্যাচের আগে গতকাল অনুশীলনে নেমেছিলেন লিটন। কিন্তু সে সময় তিনি তার আঙুলে চোট পান। সেটাও এক আঙুলে নয়, একাধিক আঙুলে। আঙুলগুলোতে হেয়ারলাইন ফ্র্যাকচার ধরা পড়েছে। এ থেকে সেরে উঠতে তার অন্তত দুই সপ্তাহের মতো সময় প্রয়োজন। মূলত এ কারণে তার পিএসএল শেষ হয়ে গেছে।
লিটন ইতোমধ্যেই করাচির ক্যাম্প ছেড়ে গেছেন। দেশে ফেরার বিমানেও চেপে বসবেন শিগগিরই। বিষয়টি তিনি নিজেই সংবাদ মাধ্যমকে নিশ্চিত করেছেন।
৩০ বছর বয়সী লিটন এর আগে এলপিএল, আইপিএল ও সিপিএলে খেলেছেন। তবে পিএসএলে যাত্রা এবারই প্রথম হয়েছিল তার। করাচির হয়ে খেলতে বিসিবির কাছ পুরো মৌসুমের জন্য অনাপত্তিপত্রও পেয়ে গিয়েছিলেন। তবে তার পথ আগলে দাঁড়াল চোট।
হেড অফ নিউজ: মাহাথীর খান ফারুকী, অ্যাসাইনমেন্ট এডিটর: শাহীন আলম জয়
নিউইয়র্ক অফিস: ৩৯৪৭,৬৩ স্ট্রিট, ফ্লোর-০১, উডসাইট, এনওয়াই-১১৩৭৭, নিউইয়র্ক সিটি, ইউএসএ। ফোন: +১(৩৪৭)৭৪১৪৬২৯
নিউজ ই-মেইল:- simantonewstv@gmail.com
©️২০২৫ সর্বস্বত্ব ®️ সংরক্ষিত। সীমান্ত টিভি