সীমান্ত টিভি নিউজ ডেস্ক: ইলিশের দাম নিয়ন্ত্রণে আনার প্রস্তাবে সম্মতি দিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। চাঁদপুরসহ উপকূলীয় জেলাগুলোর বাজারে ইলিশের লাগামহীন দাম রোধে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়কে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
মঙ্গলবার (১ জুলাই) রাতে চাঁদপুর জেলা প্রশাসন থেকে প্রকাশিত এক চিঠিতে বিষয়টি নিশ্চিত করা হয়। এর আগে চাঁদপুরের জেলা প্রশাসক ইলিশের বাজারমূল্য নির্ধারণে মন্ত্রণালয়ে প্রস্তাব পাঠান। সেই প্রস্তাব বিবেচনায় নিয়ে মন্ত্রিপরিষদ বিভাগ জুন মাসে তা প্রধান উপদেষ্টার নিকট উপস্থাপন করে।
চিঠিতে উল্লেখ করা হয়, চাঁদপুরের ইলিশের খ্যাতি ও চাহিদার সুযোগ নিয়ে অসাধু আড়তদার ও ব্যবসায়ীরা নিজেদের ইচ্ছেমতো দাম হাঁকাচ্ছেন। ফলে ইলিশ সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার বাইরে চলে যাচ্ছে। এছাড়া শুধু চাঁদপুর নয় বরিশাল, পটুয়াখালী, ভোলা, কক্সবাজার, চট্টগ্রামসহ উপকূলীয় বেশ কয়েকটি জেলায়ও ইলিশ ধরা পড়ে। তাই একক কোনো জেলা কর্তৃক মূল্য নির্ধারণ কার্যকর হবে না বলে মত দেওয়া হয়।
প্রস্তাবে আরও বলা হয়, যেহেতু ইলিশ প্রাকৃতিকভাবে উৎপন্ন হয় এবং জেলেদের সরাসরি উৎপাদন খরচ নেই, তাই বাজারমূল্য নিয়ন্ত্রণে একটি যুক্তিসঙ্গত ও বাস্তবসম্মত দাম নির্ধারণ করা প্রয়োজন। এতে করে বাজারে সিন্ডিকেটের দৌরাত্ম্য কমবে এবং ভোক্তারা ন্যায্য দামে ইলিশ কিনতে পারবেন।
প্রস্তাবটি প্রধান উপদেষ্টা সদয় অনুমোদন দেওয়ায় এখন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়কে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ ও তার অগ্রগতি মন্ত্রিপরিষদ বিভাগকে অবহিত করতে বলা হয়েছে।
চাঁদপুরের জেলা প্রশাসক বলেন, আমরা মনে করি চাঁদপুরসহ অন্যান্য জেলায় সমন্বিতভাবে ইলিশের দাম নির্ধারণ করা গেলে বাজারে স্বস্তি আসবে। আমার প্রস্তাবের মূল উদ্দেশ্য হলো সাধারণ মানুষ যেন ইলিশ থেকে বঞ্চিত না হয়।
অ্যাসাইনমেন্ট এডিটর: মাহাথীর খান ফারুকী, অনলাইন এডিটর: শাহীন আলম জয়
নিউইয়র্ক অফিস: ৩৯৪৭,৬৩ স্ট্রিট, ফ্লোর-০১, উডসাইট, এনওয়াই-১১৩৭৭, নিউইয়র্ক সিটি, ইউএসএ। ফোন: +১(৩৪৭)৭৪১৪৬২৯
নিউজ ই-মেইল:- simantonewstv@gmail.com
©️২০২৫ সর্বস্বত্ব ®️ সংরক্ষিত। সীমান্ত টিভি