সীমান্ত টিভি আন্তর্জাতিক ডেস্ক: ইসরায়েলের উচ্চপ্রযুক্তির আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ‘আয়রন ডোম’কে ভেদ করে ইরানের ছোড়া ক্ষেপণাস্ত্র তেল আবিবের কেন্দ্রস্থলে ইসরায়েলি প্রতিরক্ষা সদর দপ্তরে ভয়াবহ হামলা চালিয়েছে। প্রতিশোধমূলক এই হামলা আসে ইসরায়েল কর্তৃক ইরানে ধারাবাহিক বিমান হামলার ২৪ ঘণ্টার মধ্যেই। খবর এনডিটিভি’র।
ইসরায়েলের জন্য ‘আয়রন ডোম’ শুধু একটি প্রতিরক্ষা ব্যবস্থা নয়, বরং তা দেশটির জাতীয় নিরাপত্তা ও প্রযুক্তিগত সক্ষমতার প্রতীক হিসেবেও বিবেচিত। এই প্রতিরক্ষা ব্যবস্থা সাধারণত শত্রুপক্ষের ক্ষেপণাস্ত্র ও রকেট আকাশেই ধ্বংস করে দেয়ার জন্য পরিচিত। তবে এবার ইরানের অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র এই প্রতিরক্ষা বলয় ভেদ করে রাজধানী তেল আবিবে ভয়ংকর ধ্বংসযজ্ঞ চালায়।
হেড অফ নিউজ: মাহাথীর খান ফারুকী, অ্যাসাইনমেন্ট এডিটর: শাহীন আলম জয়
নিউইয়র্ক অফিস: ৩৯৪৭,৬৩ স্ট্রিট, ফ্লোর-০১, উডসাইট, এনওয়াই-১১৩৭৭, নিউইয়র্ক সিটি, ইউএসএ। ফোন: +১(৩৪৭)৭৪১৪৬২৯
নিউজ ই-মেইল:- simantonewstv@gmail.com
©️২০২৫ সর্বস্বত্ব ®️ সংরক্ষিত। সীমান্ত টিভি