শাহাবউদ্দিন আহমেদ আখাউড়া প্রতিবেদক: ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া ঐতিহ্যবাহী গরু, ছাগল ও মহিষের সাপ্তাহিক হাট অনুষ্ঠিত হয়েছে, আজ মঙ্গলবার সকাল থেকেই দেশি-বিদেশি নানা জাতের পশু নিয়ে দেশের বিভিন্ন প্রান্ত থেকে বিক্রেতারা ভিড় করতে শুরু করেন। সাপ্তাহিক হাট হওয়ায় সকাল থেকে বেলা বাড়ার সাথে সাথে ক্রেতা-বিক্রেতাদের চাপও বাড়তে থাকে। ঈদুল আজহার আগে এটিই ছিল সর্বশেষ সাপ্তাহিক বড় হাট, তাই উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।
গরু বাজার পরিচালনা কমিটির ইজারাদারদের পক্ষ থেকে জানানো হয়েছে, আজকের হাটের পর ঈদের আগের দিন পর্যন্ত প্রতিদিনই আখাউড়া শহীদ স্মৃতি সরকারি কলেজ মাঠে নিয়মিত পশুর হাট বসবে।
তবে ক্রেতা ও বিক্রেতাদের অভিযোগ, কয়েকদিনের টানা বৃষ্টিতে মাঠে প্রচুর পানি জমে কাদায় রূপ নিয়েছে, যার কারণে চলাচলে দুর্ভোগ পোহাতে হচ্ছে। অভিযোগ রয়েছে, হাট ব্যবস্থাপনার দায়িত্বে থাকা ইজারাদার কমিটির পক্ষ থেকে এখনো পর্যন্ত কোনো কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি। এ বিষয়ে জানতে চাইলে গরু বাজার পরিচালনা কমিটির কর্ণধার জনাব বেলজিয়াম সুমন মোবাইল ফোনে জানান, “অবস্থার উন্নয়নে দ্রুত ব্যবস্থা গ্রহণ করা হবে।”
এদিকে হাট কেন্দ্র করে আখাউড়া-আগরতলা সড়কের নারায়ণপুর বাইপাস মোড় থেকে শুরু করে সড়কবাজার, রাধানগর, মালদারপাড়া পর্যন্ত তীব্র যানজটের সৃষ্টি হয়। এতে সাধারণ মানুষ ও যানবাহনের চলাচলে চরম ভোগান্তির সৃষ্টি হয়। তবে যানজট নিরসনে বাজার ইজারাদার কমিটি কিংবা স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে তেমন কোনো কার্যকর উদ্যোগ দেখা যায়নি বলেও অভিযোগ রয়েছে।
এ অবস্থায় হাট ব্যবস্থাপনা ও যানজট নিয়ন্ত্রণে সংশ্লিষ্টদের আরও সক্রিয় ভূমিকা আশা করছেন স্থানীয় বাসিন্দারা।
হেড অফ নিউজ: মাহাথীর খান ফারুকী, অ্যাসাইনমেন্ট এডিটর: শাহীন আলম জয়
নিউইয়র্ক অফিস: ৩৯৪৭,৬৩ স্ট্রিট, ফ্লোর-০১, উডসাইট, এনওয়াই-১১৩৭৭, নিউইয়র্ক সিটি, ইউএসএ। ফোন: +১(৩৪৭)৭৪১৪৬২৯
নিউজ ই-মেইল:- simantonewstv@gmail.com
©️২০২৫ সর্বস্বত্ব ®️ সংরক্ষিত। সীমান্ত টিভি