
সীমান্ত টিভি নিউজ ডেস্ক: ঢাকার উত্তরার দিয়াবাড়ি এলাকার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে বাংলাদেশ বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে হতাহতের মর্মান্তিক ঘটনায় গভীর শোক প্রকাশ করেছে সরকার। এ ঘটনায় মঙ্গলবার (২২ জুলাই) একদিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে।
সোমবার (২১ জুলাই) বিকেলে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে রাষ্ট্রীয় শোক পালনের ঘোষণা দেওয়া হয়।
রাষ্ট্রীয় শোক দিবসে দেশের সব সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান এবং বিদেশে অবস্থিত বাংলাদেশ দূতাবাস ও মিশনগুলোতে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হবে।
এ ছাড়া, নিহতদের আত্মার মাগফিরাত ও শান্তি এবং আহতদের দ্রুত সুস্থতা কামনায় দেশের সব ধর্মীয় উপাসনালয়ে বিশেষ প্রার্থনার আয়োজন করা হবে বলেও জানানো হয়েছে।
ঘটনাটি ঘটে সোমবার দুপুর ১টা ৬ মিনিটে। বাংলাদেশ বিমান বাহিনীর একটি এফ-৭ বিজিআই মডেলের প্রশিক্ষণ বিমান উড্ডয়নের কিছুক্ষণের মধ্যেই নিয়ন্ত্রণ হারিয়ে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের মাঠে বিধ্বস্ত হয়। বিধ্বস্তের সঙ্গে সঙ্গেই বিমানটিতে বিস্ফোরণ ঘটে এবং আগুন ছড়িয়ে পড়ে।
এই দুর্ঘটনায় বিমানটির পাইলট ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির ইসলাম সাগর শহীদ হয়েছেন। এছাড়া এখন পর্যন্ত ৩ জন নিহত এবং ৬০ জনের বেশি আহত হয়েছেন, যাদের অধিকাংশই মাইলস্টোন কলেজের শিক্ষার্থী বলে জানিয়েছে ফায়ার সার্ভিস ও হাসপাতাল সূত্র।
আহতদের দ্রুত চিকিৎসার জন্য জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট, সিএমএইচ, উত্তরা আধুনিক হাসপাতাল, লুবানা জেনারেল হাসপাতাল এবং কুয়েত মৈত্রী হাসপাতালে ভর্তি করা হয়েছে। গুরুতর দগ্ধ কয়েকজনকে হেলিকপ্টারে করে সিএমএইচে স্থানান্তর করা হয়।
বিধ্বস্তের খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে সেনাবাহিনী, পুলিশ, র্যাবসহ আইনশৃঙ্খলা বাহিনী উদ্ধার কাজে অংশ নেয়। ঘটনাস্থলে দুই প্লাটুন বিজিবি এবং নৌবাহিনীর সদস্যরাও মোতায়েন করা হয়েছে।
মাইলস্টোন কলেজের শিক্ষক মিজানুর রহমান বলেন, ছুটির সময় শিক্ষার্থীরা নিচে নামছিল। হঠাৎ বিকট শব্দে কাঁপে পুরো ভবন। এরপর দেখি বিমানটি ভবনের একাংশে ঢুকে পড়েছে এবং আগুন ধরে গেছে। সবাই আতঙ্কে ছোটাছুটি শুরু করে। দুর্ঘটনার সময় স্কুল ভবনে চলছিল প্রথম শ্রেণি থেকে সপ্তম শ্রেণি পর্যন্ত ক্লাস। ফলে আহতদের বেশিরভাগই অল্পবয়সী শিক্ষার্থী।


মন্তব্য লিখুন
আরও খবর
বঙ্গভবনে আজ রাষ্ট্রপতির সঙ্গে সিইসি ও চার কমিশনারের...
বঙ্গভবনে আজ রাষ্ট্রপতির সঙ্গে সিইসি ও...
ঢাকা-১১ নাহিদ ও ঢাকা-১৮ নাসীরুদ্দীন পাটওয়ারীকে প্রার্থী ঘোষণা
ঢাকা-১১ নাহিদ ও ঢাকা-১৮ নাসীরুদ্দীন পাটওয়ারীকে...
৪ বিশিষ্ট নারীর হাতে বেগম রোকেয়া পদক তুলে...
৪ বিশিষ্ট নারীর হাতে বেগম রোকেয়া...
জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী নয়, ধানের শীষই মুখ্য:...
জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী নয়, ধানের...
সিইসির সঙ্গে বৈঠকে জামায়াতের প্রতিনিধি দল
সিইসির সঙ্গে বৈঠকে জামায়াতের প্রতিনিধি দল
সাবেক মন্ত্রী-প্রতিমন্ত্রীসহ হাসিনা সরকারের ১৭ জনকে ট্রাইব্যুনালে হাজির
সাবেক মন্ত্রী-প্রতিমন্ত্রীসহ হাসিনা সরকারের ১৭ জনকে...