• আন্তর্জাতিক
  • উত্তেজনার প্রেক্ষাপটে আকাশসীমা সাময়িকভাবে বন্ধ করল ইরান

উত্তেজনার প্রেক্ষাপটে আকাশসীমা সাময়িকভাবে বন্ধ করল ইরান

৬:২১ পূর্বাহ্ণ , ১৫ জানুয়ারি ২০২৬
উত্তেজনার প্রেক্ষাপটে আকাশসীমা সাময়িকভাবে বন্ধ করল ইরান

সীমান্ত টিভি আন্তর্জাতিক ডেস্ক: ক্রমবর্ধমান অভ্যন্তরীণ অস্থিরতা ও আঞ্চলিক উত্তেজনার প্রেক্ষাপটে সাময়িকভাবে নিজেদের আকাশসীমা বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে ইরান। দেশটির বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ জানিয়েছে, পূর্বানুমতি ছাড়া কোনো ধরনের ফ্লাইট পরিচালনার অনুমতি দেওয়া হবে না। তবে বিশেষ অনুমোদনের মাধ্যমে সীমিত সংখ্যক আন্তর্জাতিক বেসামরিক ফ্লাইটের আগমন ও প্রস্থান চালু থাকবে।

বৃহস্পতিবার ভোরে প্রকাশিত সরকারি এভিয়েশন নোটিশ বা ‘নোটিস টু এয়ার মিশনস (নোটাম)’-এ এই সিদ্ধান্তের কথা জানানো হয়। নোটিশ অনুযায়ী, তেহরানের আকাশসীমা আগামী ১৫ জানুয়ারি পর্যন্ত বন্ধ থাকবে। এই সময়ের মধ্যে শুধুমাত্র ইরানের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের অনুমোদনপ্রাপ্ত আন্তর্জাতিক ফ্লাইট চলাচল করতে পারবে।

এতে আরও বলা হয়, এই নিষেধাজ্ঞা ইরানে প্রবেশকারী ও ইরান থেকে ছেড়ে যাওয়া সব ফ্লাইটের ক্ষেত্রে প্রযোজ্য হবে। অভ্যন্তরীণ ফ্লাইটসহ অন্যান্য সব ধরনের বিমান চলাচল পুরোপুরি স্থগিত থাকবে। নিরাপত্তাজনিত কারণেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

বর্তমানে ইরান সাম্প্রতিক ইতিহাসের অন্যতম বড় অভ্যন্তরীণ সংকটের মধ্য দিয়ে যাচ্ছে। দেশের বিভিন্ন অঞ্চলে সরকারবিরোধী বিক্ষোভ চলমান রয়েছে, যা দিন দিন আরও তীব্র আকার ধারণ করছে। পাশাপাশি মধ্যপ্রাচ্যজুড়ে চলমান আঞ্চলিক উত্তেজনা ইরানের নিরাপত্তা পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে।

এই প্রেক্ষাপটে আকাশসীমা সাময়িকভাবে বন্ধের সিদ্ধান্তকে দেশের নিরাপত্তা ব্যবস্থা জোরদারের অংশ হিসেবে দেখছেন বিশ্লেষকরা। আন্তর্জাতিক মহলও ইরানের বর্তমান পরিস্থিতির দিকে সতর্ক নজর রাখছে।

 

মন্তব্য লিখুন

আরও খবর