সীমান্ত টিভি নিউজ ডেস্ক: অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, দেশের ক্রান্তিকালে দায়িত্ব পালনকারী উপদেষ্টাদের অবদান জাতির ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে।
সম্প্রতি বাংলানিউজ টোয়েন্টিফোর-কে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, “গত ১৫ মাসে উপদেষ্টারা প্রশংসনীয় সেবা দিয়েছেন। দেশের কঠিন সময়ে তারা দায়িত্বের ভার কাঁধে তুলে নিয়েছিলেন। তারা যে নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে কাজ করেছেন, তা ইতিহাসে স্থান করে নেবে।
প্রেস সচিব আরও বলেন, “আমরা এখন সফলতার খুব কাছাকাছি। বাংলাদেশের পুনর্গঠনের যে যাত্রা শুরু হয়েছিল, তার প্রায় শেষ প্রান্তে পৌঁছে গেছি। অনেক প্রতিবন্ধকতা পেরিয়ে এখন আমরা একটি উজ্জ্বল ভবিষ্যতের দোরগোড়ায় দাঁড়িয়ে আছি। আশা করছি, একটি সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন অনুষ্ঠিত হবে।
তিনি জানান, সরকারের মূল ম্যান্ডেট ছিল প্রয়োজনীয় সংস্কার কার্যক্রম সম্পন্ন করা, গুম-খুনসহ অতীতের মানবাধিকার লঙ্ঘনের বিচার নিশ্চিত করা এবং একটি গ্রহণযোগ্য জাতীয় নির্বাচন আয়োজন করা। এই তিনটি লক্ষ্য বাস্তবায়নে আমরা অনেকদূর এগিয়ে গেছি, বলেন তিনি।
শফিকুল আলম আরও বলেন, কয়েকটি রাজনৈতিক দল ছাড়া প্রায় সবাই জুলাই সনদে স্বাক্ষর করেছে। আমরা বিশ্বাস করি, অচিরেই নির্বাচনের সব প্রস্তুতি সম্পন্ন হবে এবং জাতিকে একটি সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন উপহার দিতে পারব।
অ্যাসাইনমেন্ট এডিটর: মাহাথীর খান ফারুকী, অনলাইন এডিটর: শাহীন আলম জয়
নিউইয়র্ক অফিস: ৩৯৪৭,৬৩ স্ট্রিট, ফ্লোর-০১, উডসাইট, এনওয়াই-১১৩৭৭, নিউইয়র্ক সিটি, ইউএসএ। ফোন: +১(৩৪৭)৭৪১৪৬২৯
নিউজ ই-মেইল:- simantonewstv@gmail.com
©️২০২৫ সর্বস্বত্ব ®️ সংরক্ষিত। সীমান্ত টিভি