• জাতীয়
  • উপদেষ্টা পরিষদের বৈঠকে সচিবালয়ে প্রধান উপদেষ্টা

উপদেষ্টা পরিষদের বৈঠকে সচিবালয়ে প্রধান উপদেষ্টা

৬:২১ পূর্বাহ্ণ , ৭ আগস্ট ২০২৫
উপদেষ্টা পরিষদের বৈঠকে সচিবালয়ে প্রধান উপদেষ্টা

সীমান্ত টিভি নিউজ ডেস্ক: উপদেষ্টা পরিষদের বৈঠকে অংশ নিতে দ্বিতীয়বারের মতো সচিবালয়ে প্রবেশ করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। বৃহস্পতিবার (৭ আগস্ট) সকাল ৯টা ২৫ মিনিটে তিনি সচিবালয়ের প্রেস ক্লাবসংলগ্ন ৫ নম্বর গেট দিয়ে প্রবেশ করেন।

সকাল সাড়ে ১০টায় মন্ত্রিপরিষদ বিভাগের নবনির্মিত ২০ তলা ভবনের (১ নম্বর ভবন) পঞ্চম তলায় বৈঠক শুরু হয়। এতে সভাপতিত্ব করছেন প্রধান উপদেষ্টা নিজেই। উপস্থিত রয়েছেন উপদেষ্টা পরিষদের অন্যান্য সদস্যরা।

প্রধান উপদেষ্টার আগমন ঘিরে সচিবালয়ে নেওয়া হয়েছে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা। কেবল ১ নম্বর গেট খোলা রাখা হয়েছে, বাকি সব গেট বন্ধ রাখা হয়। ১ নম্বর গেটে মোতায়েন রয়েছে সোয়াত সদস্য, র‍্যাব, পুলিশ, বিজিবিসহ অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। সচিবালয়ে কর্মরত কর্মকর্তা-কর্মচারী ছাড়া কাউকে প্রবেশের অনুমতি দেওয়া হয়নি।

শুধুমাত্র স্টিকারযুক্ত যানবাহনগুলোই সচিবালয়ে প্রবেশ করেছে। বাড়তি সতর্কতার অংশ হিসেবে সচিবালয়ের ভেতরে-বাইরে স্থাপন করা হয়েছে একাধিক নিরাপত্তা বলয়।

এর আগে ২০২৪ সালের ২০ নভেম্বর সচিবালয়ে প্রথমবারের মতো উপদেষ্টা পরিষদের বৈঠক অনুষ্ঠিত হয়েছিল ছয় নম্বর ভবনে। এর আগে এসব বৈঠক হতো যমুনা ভবনে, প্রধান উপদেষ্টার সরকারি বাসভবনে। তবে সরকার পতনের সময় প্রধানমন্ত্রীর কার্যালয় ক্ষতিগ্রস্ত হলে তা সংস্কার করে প্রধান উপদেষ্টার কার্যালয় হিসেবে ব্যবহার শুরু হয়। এরপর থেকে সেখানেই উপদেষ্টা পরিষদের বৈঠক হচ্ছে নিয়মিত।

মন্তব্য লিখুন

আরও খবর