সীমান্ত টিভি নিউজ ডেস্ক: আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল বলেছেন, বর্তমানে অনেকে ‘সেফ এক্সিট’-এর কথা বলছেন। কিন্তু উপদেষ্টা হিসেবে আমাদের কোনো সেফ এক্সিটের প্রয়োজন নেই। বরং ভয়াবহ রাষ্ট্র কাঠামো থেকে পুরো জাতির সেফ এক্সিট প্রয়োজন।
শনিবার রাজধানীর একটি হোটেলে আয়োজিত ‘জাতীয় মানবাধিকার কমিশন অধ্যাদেশ ২০২৫’ বিষয়ক জাতীয় পরামর্শ সভায় তিনি এ কথা বলেন।
ড. আসিফ নজরুল বলেন, “আপনারা জানেন, এখন সেফ এক্সিট নিয়ে নানা আলোচনা চলছে। কিন্তু আমরা উপদেষ্টারা স্পষ্টভাবে জানি—আমাদের কারও কোনো সেফ এক্সিটের দরকার নেই। গত ৫৫ বছরে আমরা যে দুঃশাসন, বিচারবহির্ভূত হত্যাকাণ্ড এবং ব্যাংক লুট দেখেছি, যেখানে সাধারণ মানুষের আমানত পর্যন্ত নিরাপদ ছিল না সেই ভয়াবহ, অসুস্থ, আত্মধ্বংসী রাষ্ট্র কাঠামো থেকেই জাতির মুক্তি দরকার।
সভায় আরও উপস্থিত ছিলেন গৃহায়ন ও গণপূর্ত এবং শিল্প বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানিসম্পদ বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান, অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান, সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের সভাপতি ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকনসহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিরা।
অ্যাসাইনমেন্ট এডিটর: মাহাথীর খান ফারুকী, অনলাইন এডিটর: শাহীন আলম জয়
নিউইয়র্ক অফিস: ৩৯৪৭,৬৩ স্ট্রিট, ফ্লোর-০১, উডসাইট, এনওয়াই-১১৩৭৭, নিউইয়র্ক সিটি, ইউএসএ। ফোন: +১(৩৪৭)৭৪১৪৬২৯
নিউজ ই-মেইল:- simantonewstv@gmail.com
©️২০২৫ সর্বস্বত্ব ®️ সংরক্ষিত। সীমান্ত টিভি