সীমান্তা টিভি প্রতিবেদক: হিউম্যান মেটানিউমো ভাইরাসে (এইচএমপিভি) আক্রান্ত সানজিদা আক্তার (৩০) মারা গেছেন।
গতকাল বুধবার সন্ধ্যা ৭টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। রাজধানীর সংক্রামক ব্যাধি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি।
স্বাস্থ্য অধিদফতরের সূত্র এ তথ্য নিশ্চিত করেছে। জানা গেছে, এইচএমপিভি সংক্রমণ ছাড়াও তার বেশ কিছু শারীরিক জটিলতা ছিল। এইচএমপিভি শনাক্ত হওয়া কারো মৃত্যুর ঘটনা দেশে এটিই প্রথম।
অ্যাসাইনমেন্ট এডিটর: মাহাথীর খান ফারুকী, অনলাইন এডিটর: শাহীন আলম জয়
ঢাকা অফিস: ৪২-৪৩ (ট্রেজার আইল্যান্ড) সিদ্ধেশ্বরী সার্কুলার রোড, শান্তিনগর ঢাকা-১২১৭। ফোন:+৮৮০১৭১১-০৪০২০৮
নিউজ ই-মেইল:- simantonewstv@gmail.com
©️২০২৫ সর্বস্বত্ব ®️ সংরক্ষিত। সীমান্ত টিভি