সীমান্ত টিভি নিউজ ডেস্ক: জাতীয় পরিচয়পত্র (এনআইডি), ভোটার তালিকা এবং নির্বাচন ব্যবস্থাপনায় তথ্যপ্রযুক্তির প্রয়োগ সম্পর্কিত কমিটির একটি গুরুত্বপূর্ণ সভা আগামীকাল রবিবার অনুষ্ঠিত হবে। সভায় সভাপতিত্ব করবেন কমিটির সভাপতি ও নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মো. সানাউল্লাহ (অব.)।
নির্বাচন ভবনের ৫২০ নম্বর সম্মেলন কক্ষে আগামীকাল বিকেল ৩টায় সভাটি অনুষ্ঠিত হবে। এনআইডির পরিচালক (অপারেশন্স) মো. সাইফুল ইসলামের স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
সভায় এনআইডি সংশোধনের আবেদন গ্রহণ ও নিষ্পত্তি করার ক্ষেত্রে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা এবং দায়িত্ব বণ্টন সংক্রান্ত আদর্শ পরিচালনা পদ্ধতি (এসওপি) সংশোধন নিয়ে বিস্তারিত আলোচনা হবে।
এ ছাড়া ভোটার নিবন্ধন ও এনআইডি প্রণয়ন, দেশে বসবাসরত নাগরিকদের ভোটার নিবন্ধন প্রক্রিয়া, বিদেশে বসবাসরত বাংলাদেশিদের নিবন্ধন কার্যক্রমসহ অন্যান্য আনুষঙ্গিক বিষয় নিয়েও সভায় আলোচনা হওয়ার কথা রয়েছে।
হেড অফ নিউজ: মাহাথীর খান ফারুকী, অ্যাসাইনমেন্ট এডিটর: শাহীন আলম জয়
নিউইয়র্ক অফিস: ৩৯৪৭,৬৩ স্ট্রিট, ফ্লোর-০১, উডসাইট, এনওয়াই-১১৩৭৭, নিউইয়র্ক সিটি, ইউএসএ। ফোন: +১(৩৪৭)৭৪১৪৬২৯
নিউজ ই-মেইল:- simantonewstv@gmail.com
©️২০২৫ সর্বস্বত্ব ®️ সংরক্ষিত। সীমান্ত টিভি