সীমান্ত টিভি নিউজ ডেস্ক: সদ্য সমাপ্ত এপ্রিল মাসে প্রবাসীদের পাঠানো রেমিট্যান্সের পরিমাণ দাঁড়িয়েছে ২৭৫ কোটি ২০ লাখ মার্কিন ডলারে, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৩৩ হাজার ৫৭৪ কোটি টাকা (প্রতি ডলার ১২২ টাকা ধরে)। এটি দেশের ইতিহাসে এক মাসে প্রাপ্ত দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক।
প্রতিদিন গড়ে ৯ কোটি ১৭ লাখ ডলার রেমিট্যান্স এসেছে এই মাসে। এর আগের মাস মার্চে প্রাপ্ত রেমিট্যান্স ছিল ৩২৮ কোটি ৯৯ লাখ ৮০ হাজার ডলার, যা দেশের ইতিহাসে যেকোনো এক মাসে সর্বোচ্চ।
আজ (রবিবার) বাংলাদেশ ব্যাংকের প্রকাশিত হালনাগাদ প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে। প্রতিবেদনে আরও বলা হয়, গত বছরের এপ্রিল মাসে রেমিট্যান্স এসেছিল ২০৪ কোটি ৪০ লাখ ডলার। সে হিসাবে এ বছরের একই মাসে রেমিট্যান্সপ্রবাহ বেড়েছে ৩৪.৬০ শতাংশ। চলতি ২০২৪-২৫ অর্থবছরের জুলাই থেকে এপ্রিল পর্যন্ত দেশে মোট রেমিট্যান্স এসেছে ২ হাজার ৪৫৩ কোটি ৭০ লাখ মার্কিন ডলার, যা আগের অর্থবছরের একই সময়ের তুলনায় ২৮.৩০ শতাংশ বেশি।
অ্যাসাইনমেন্ট এডিটর: মাহাথীর খান ফারুকী, অনলাইন এডিটর: শাহীন আলম জয়
নিউইয়র্ক অফিস: ৩৯৪৭,৬৩ স্ট্রিট, ফ্লোর-০১, উডসাইট, এনওয়াই-১১৩৭৭, নিউইয়র্ক সিটি, ইউএসএ। ফোন: +১(৩৪৭)৭৪১৪৬২৯
নিউজ ই-মেইল:- simantonewstv@gmail.com
©️২০২৫ সর্বস্বত্ব ®️ সংরক্ষিত। সীমান্ত টিভি