সীমান্ত টিভি আন্তর্জাতিক ডেস্ক: ভারতের উত্তর ও পশ্চিমাঞ্চলের অন্তত ১৫টি শহরে সামরিক স্থাপনাকে লক্ষ্য করে পাকিস্তান ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে বলে দাবি করেছে নয়াদিল্লি। বিজেপি সরকার জানিয়েছে, বৃহস্পতিবার গভীর রাত থেকে শুক্রবার সকাল পর্যন্ত জম্মু-কাশ্মির, পাঞ্জাব ও গুজরাটসহ একাধিক রাজ্যে এই হামলা চালানো হয়।
ভারত সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, শ্রীনগর, পাঠানকোট, অমৃতসর, লুধিয়ানা ও চণ্ডীগড়সহ বেশ কয়েকটি সামরিক ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার চেষ্টা করা হয়। তবে ভারতের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে অধিকাংশ হামলাকে মাঝ আকাশেই প্রতিহত করা সম্ভব হয়েছে। তাৎক্ষণিকভাবে কোনো প্রাণহানি বা বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর মেলেনি।
এ ঘটনার পর প্রতিক্রিয়াস্বরূপ ভারতীয় সামরিক বাহিনী পাকিস্তানের অন্তত ৯টি স্থানে পাল্টা হামলা চালায়। বুধবার মধ্যরাতে মাত্র ২৫ মিনিটে পাকিস্তানের বিভিন্ন সামরিক স্থাপনায় ২৪টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়।পাকিস্তানের বিভিন্ন সামরিক স্থাপনায়। এরপর বৃহস্পতিবার রাতভর আরও কয়েক ডজন ড্রোন হামলা চালানো হয় বলে ভারতীয় প্রতিরক্ষা সূত্র জানিয়েছে।
ভারতের প্রতিরক্ষা দপ্তরের দাবি, এই অভিযানে তারা রাডার ধ্বংসে কার্যকর ‘হারপি’ নামের বিশেষ ড্রোন ব্যবহার করেছে। আকাশ প্রতিরক্ষা ব্যবস্থায় ভারতের পক্ষ থেকে রাশিয়ার তৈরি অত্যাধুনিক এস-৪০০ সিস্টেম ব্যবহৃত হয়েছে বলেও জানানো হয়।
পাল্টা অভিযোগে পাকিস্তানের সেনাবাহিনী দাবি করেছে, তারা ভারতের পাঠানো ২৫টি ইসরায়েলি ‘হারোপ’ ড্রোন ভূপাতিত করেছে। দেশটির সেনাবাহিনীর মুখপাত্র আহমেদ শরীফ চৌধুরী জানান, ভারতের ছোড়া একটি ড্রোন রাওয়ালপিন্ডির সেনা সদরদপ্তরের কাছে গুলি করে ভূপাতিত করা হয়।
তিনি আরও দাবি করেন, লাহোরের উপকণ্ঠে একটি ড্রোন হামলায় চারজন সৈন্য আহত হন। সিন্ধু প্রদেশে চালানো আরেকটি হামলায় একজন বেসামরিক নাগরিক নিহত ও একজন আহত হয়েছেন। বলেও অভিযোগ করেন তিনি। ঘটনার পর লাহোরজুড়ে বিস্ফোরণের প্রচণ্ড শব্দে আতঙ্ক ছড়িয়ে পড়ে। ড্রোন বিধ্বস্ত স্থানে কৌতূহলী মানুষের ভিড়ও লক্ষ্য করা যায় বলে জানিয়েছে এএফপি।
প্রসঙ্গত, দুই সপ্তাহ আগে জম্মু-কাশ্মিরের পেহেলগামে বন্দুকধারীদের হামলার পর থেকেই ভারত-পাকিস্তান উত্তেজনা বাড়ছিল। সাম্প্রতিক এই পাল্টাপাল্টি হামলার ফলে দুই দেশের মধ্যে নতুন করে বড় ধরনের সংঘাতের আশঙ্কা করছেন আন্তর্জাতিক বিশ্লেষকরা।
অ্যাসাইনমেন্ট এডিটর: মাহাথীর খান ফারুকী, অনলাইন এডিটর: শাহীন আলম জয়
নিউইয়র্ক অফিস: ৩৯৪৭,৬৩ স্ট্রিট, ফ্লোর-০১, উডসাইট, এনওয়াই-১১৩৭৭, নিউইয়র্ক সিটি, ইউএসএ। ফোন: +১(৩৪৭)৭৪১৪৬২৯
নিউজ ই-মেইল:- simantonewstv@gmail.com
©️২০২৫ সর্বস্বত্ব ®️ সংরক্ষিত। সীমান্ত টিভি