সীমান্ত টিভি নিউজ ডেস্ক: বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের মূল বেতনের ৫ শতাংশ হারে বাড়িভাড়া ভাতা নির্ধারণ করেছে অর্থ মন্ত্রণালয়। তবে কোনো শিক্ষক বা কর্মচারীর ক্ষেত্রে এই ভাতা দুই হাজার টাকার কম হবে না।
রবিবার (১৯ অক্টোবর) সকালে অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের প্রবিধি অনুবিভাগের উপসচিব মরিয়ম মিতুর সই করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। সিদ্ধান্তটি ২০২৫ সালের নভেম্বর মাস থেকে কার্যকর হবে।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, সরকারের বাজেট সীমাবদ্ধতা বিবেচনায় নিয়ে এ ভাতা নির্ধারণ করা হয়েছে। পাশাপাশি এ ভাতা প্রদানের ক্ষেত্রে কিছু শর্তও উল্লেখ করা হয়েছে
১. পরবর্তী সময়ে জাতীয় বেতনস্কেলের সঙ্গে এই বাড়িভাড়া ভাতা সমন্বয় করতে হবে।
২. সংশ্লিষ্ট এমপিও নীতিমালা (স্কুল, কলেজ, মাদরাসা ও ভোকেশনাল প্রতিষ্ঠান) অনুযায়ী নিয়োগের শর্তাবলি যথাযথভাবে অনুসরণ করতে হবে।
৩. এই ভাতা বৃদ্ধির জন্য কোনো বকেয়া দাবি করা যাবে না।
৪. ভাতা প্রদানের ক্ষেত্রে সরকারি আর্থিক বিধি-বিধান কঠোরভাবে মানতে হবে।
৫. ভাতা প্রদানের ব্যয়ে কোনো অনিয়ম হলে সংশ্লিষ্ট বিল পরিশোধকারী কর্তৃপক্ষ দায়ী থাকবেন।
অ্যাসাইনমেন্ট এডিটর: মাহাথীর খান ফারুকী, অনলাইন এডিটর: শাহীন আলম জয়
নিউইয়র্ক অফিস: ৩৯৪৭,৬৩ স্ট্রিট, ফ্লোর-০১, উডসাইট, এনওয়াই-১১৩৭৭, নিউইয়র্ক সিটি, ইউএসএ। ফোন: +১(৩৪৭)৭৪১৪৬২৯
নিউজ ই-মেইল:- simantonewstv@gmail.com
©️২০২৫ সর্বস্বত্ব ®️ সংরক্ষিত। সীমান্ত টিভি