সীমান্ত টিভি নিউজ ডেস্ক: ২০২৫ সালের এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফল আগামী ১০ জুলাই প্রকাশিত হবে বলে জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। সোমবার (৭ জুলাই) সকালে এ তথ্য নিশ্চিত করেন আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ড. খন্দোকার এহসানুল কবির।
আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির দেওয়া তথ্য অনুযায়ী, এবারের এসএসসি পরীক্ষায় ৯টি সাধারণ শিক্ষা বোর্ডে মোট পরীক্ষার্থী ছিলেন ১৪ লাখ ৯০ হাজার ১৪২ জন। এছাড়া মাদরাসা শিক্ষা বোর্ডের অধীনে দাখিল পরীক্ষায় অংশ নিয়েছেন ২ লাখ ৯৪ হাজার ৭২৬ জন এবং কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে পরীক্ষার্থী ছিলেন ১ লাখ ৪৩ হাজার ৩১৩ জন।
ফলাফল প্রকাশের দিন শিক্ষার্থীরা অনলাইনে এবং মোবাইল ফোনের এসএমএসের মাধ্যমে ফল জানতে পারবেন। শিক্ষা বোর্ডগুলোর নিজস্ব ওয়েবসাইট ছাড়াও http://www.educationboardresults.gov.bd এই লিংকে গিয়ে রোল, রেজিস্ট্রেশন নম্বর ও বোর্ডের নাম দিয়ে ফল জানা যাবে।
অ্যাসাইনমেন্ট এডিটর: মাহাথীর খান ফারুকী, অনলাইন এডিটর: শাহীন আলম জয়
নিউইয়র্ক অফিস: ৩৯৪৭,৬৩ স্ট্রিট, ফ্লোর-০১, উডসাইট, এনওয়াই-১১৩৭৭, নিউইয়র্ক সিটি, ইউএসএ। ফোন: +১(৩৪৭)৭৪১৪৬২৯
নিউজ ই-মেইল:- simantonewstv@gmail.com
©️২০২৫ সর্বস্বত্ব ®️ সংরক্ষিত। সীমান্ত টিভি