সীমান্ত টিভি নিউজ ডেস্ক: জাতীয় নির্বাচনের সময়সূচি ঘোষণার পাশাপাশি ঐতিহাসিক জুলাই ঘোষণাকে’ স্বাগত জানিয়েছে বিএনপি। দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, এ ঘোষণার মাধ্যমে দেশের রাজনৈতিক অচলাবস্থা কাটিয়ে গণতন্ত্রের উত্তরণের পথ সুগম হবে।
বুধবার (৬ আগস্ট) বেলা পৌনে ১২টায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে প্রতিক্রিয়া জানান তিনি।মির্জা ফখরুল বলেন, বিএনপি বিশ্বাস করে, এই নির্বাচন যেন সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ এবং সকলের কাছে গ্রহণযোগ্য হয় সেজন্য সরকার ও নির্বাচন কমিশন যথাযথ পদক্ষেপ গ্রহণ করবে। আমরা এই নির্বাচনকে সফল করে গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে চাই।
তিনি আরও বলেন, “একটি কার্যকর জাতীয় সংসদ গঠনের জন্য বিএনপি সব রাজনৈতিক দল ও জনগণকে অংশগ্রহণের আহ্বান জানাচ্ছে।
হেড অফ নিউজ: মাহাথীর খান ফারুকী, অ্যাসাইনমেন্ট এডিটর: শাহীন আলম জয়
নিউইয়র্ক অফিস: ৩৯৪৭,৬৩ স্ট্রিট, ফ্লোর-০১, উডসাইট, এনওয়াই-১১৩৭৭, নিউইয়র্ক সিটি, ইউএসএ। ফোন: +১(৩৪৭)৭৪১৪৬২৯
নিউজ ই-মেইল:- simantonewstv@gmail.com
©️২০২৫ সর্বস্বত্ব ®️ সংরক্ষিত। সীমান্ত টিভি