সীমান্ত টিভি নিউজ ডেস্ক: জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সেবা কার্যক্রম সারাদেশে সাময়িকভাবে বন্ধ রয়েছে। ওটিপি (ওয়ান টাইম পাসওয়ার্ড) না আসার কারণে এনআইডি সার্ভারে প্রবেশ করা যাচ্ছে না। মঙ্গলবার (১৩ মে) সকালে এ বিষয়ে নিশ্চিত করেন জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক এ এস এম হুমায়ুন কবীর। তিনি জানান, সার্ভারে লগইন করতে ইউজার আইডি ও পাসওয়ার্ড দেওয়ার পর একটি ওটিপি প্রয়োজন হয়। কিন্তু বর্তমানে ওটিপি আসছে না। ফলে কর্মকর্তা-কর্মচারীরা সার্ভারে প্রবেশ করতে না পারায় এনআইডি সেবা কার্যক্রম বন্ধ রয়েছে।
মহাপরিচালক আরও জানান, এটি মূল সার্ভারের কোনো সমস্যা নয়। ইসি এনআইডি কার্যক্রমের জন্য যে ওটিপি সেবা ব্যবহার করছে, সেই সেবাদাতা প্রতিষ্ঠানের সিস্টেমে ত্রুটি দেখা দিয়েছে। প্রতিষ্ঠানটি সমস্যার সমাধানে কাজ করছে। ওটিপি সেবা স্বাভাবিক হলেই এনআইডি কার্যক্রম পুনরায় চালু হবে।
অ্যাসাইনমেন্ট এডিটর: মাহাথীর খান ফারুকী, অনলাইন এডিটর: শাহীন আলম জয়
নিউইয়র্ক অফিস: ৩৯৪৭,৬৩ স্ট্রিট, ফ্লোর-০১, উডসাইট, এনওয়াই-১১৩৭৭, নিউইয়র্ক সিটি, ইউএসএ। ফোন: +১(৩৪৭)৭৪১৪৬২৯
নিউজ ই-মেইল:- simantonewstv@gmail.com
©️২০২৫ সর্বস্বত্ব ®️ সংরক্ষিত। সীমান্ত টিভি