সীমান্ত টিভি নিউজ ডেস্ক: বাংলাদেশের যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং ওয়ার্ল্ড এথনোস্পোর্টস ইউনিয়ন (WEU) ঐতিহ্যবাহী খেলাধুলা ও সাংস্কৃতিক সহযোগিতা জোরদারের লক্ষ্যে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষর করেছে।
শুক্রবার তুরস্কের ইস্তাম্বুলে WEU-এর প্রধান কার্যালয়ে এই চুক্তি স্বাক্ষরিত হয়। বাংলাদেশের পক্ষে যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া এবং WEU-এর পক্ষে সভাপতি নেজমেদ্দিন বিলাল এরদোয়ান এই সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন।
এ উপলক্ষে তারা এক আন্তরিক পরিবেশে দ্বিপাক্ষিক বৈঠকে মিলিত হন। বৈঠকে তারা সভ্যতা ও সংস্কৃতি বিকাশে ঐতিহ্যবাহী খেলাধুলার ভূমিকা এবং পারস্পরিক সহযোগিতা বাড়ানোর অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।
বৈঠকে বিলাল এরদোয়ান বাংলাদেশের কাবাডি, কুস্তি, বলিখেলা ও নৌকা বাইচের মতো ঐতিহ্যবাহী খেলাধুলার প্রসারে WEU-এর আগ্রহ প্রকাশ করেন। তিনি এসব খেলাধুলাকে আন্তর্জাতিক পরিসরে তুলে ধরার পাশাপাশি বাংলাদেশের ঐতিহ্যবাহী ক্রীড়া ফেডারেশনগুলোকে WEU-এর সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করারও আগ্রহ জানান।
তিনি বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য তুরস্কে বৃত্তি, শিক্ষা বিনিময় কর্মসূচি এবং প্রতিযোগিতার প্রস্তাব দেন। সেই সঙ্গে তার সংস্থার একটি স্কুল বাংলাদেশে স্থাপনেরও আগ্রহ ব্যক্ত করেন। কক্সবাজার সফরের স্মৃতিচারণ করে তিনি রোহিঙ্গা শরণার্থী শিবিরে ঐতিহ্যবাহী খেলাধুলার আয়োজনের মাধ্যমে শরণার্থীদের মানসিক স্বস্তি দিতে চাওয়ার কথাও বলেন।
বিলাল এরদোয়ান ২০২৪ সালের জুলাই মাসে বাংলাদেশের গণঅভ্যুত্থানে তরুণদের ভূমিকার প্রশংসা করেন এবং বাংলাদেশের জনগণের প্রতি তুরস্কের অবিচল সমর্থনের কথা পুনরায় উল্লেখ করেন। তিনি বলেন, প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের নেতৃত্বে তুরস্ক তাদের সাংস্কৃতিক মর্যাদা ও বৈশ্বিক অবস্থান পুনরুদ্ধারে কাজ করছে।
আসিফ মাহমুদ বলেন, গণঅভ্যুত্থানের পর বাংলাদেশ তার প্রকৃত মিত্রদের সঙ্গে সম্পর্ক আরও জোরদারে অগ্রাধিকার দিচ্ছে, যেখানে তুরস্ক অন্যতম। তিনি স্মরণ করিয়ে দেন, অতীতেও তুরস্ক বিভিন্ন সংকটময় সময়ে বঙ্গোপসাগরীয় জনপদের পাশে থেকেছে।
তিনি আরও বলেন, অভ্যুত্থান তরুণদের রাজনৈতিক সচেতনতা বাড়িয়েছে এবং সংস্কারমুখী চিন্তাভাবনার জন্ম দিয়েছে, যা অনেকটাই তুরস্কের ঐতিহ্য পুনর্জাগরণের মতো।
উপদেষ্টা গাজায় চলমান সংঘাত এবং মুসলিম জনগণের ওপর নিপীড়নের বিরুদ্ধে প্রেসিডেন্ট এরদোয়ানের অবস্থানের প্রশংসা করেন এবং আন্তর্জাতিক জোট গঠনের প্রয়োজনীয়তার ওপর জোর দেন। বাংলাদেশ এই প্রচেষ্টায় সক্রিয় ভূমিকা রাখবে বলে তিনি জানান।
বৈঠকের শেষে আসিফ মাহমুদ বিলাল এরদোয়ানকে ২০২৫ সালের গ্লোবাল ইয়ুথ সামিটে অংশ নিতে বাংলাদেশ সফরের আনুষ্ঠানিক আমন্ত্রণ জানান। তিনি আশা প্রকাশ করেন, এই সফর দু’দেশের যুব ও ক্রীড়া খাতে কৌশলগত অংশীদারিত্ব আরও সুদৃঢ় করবে।
সূত্র: বাসস
অ্যাসাইনমেন্ট এডিটর: মাহাথীর খান ফারুকী, অনলাইন এডিটর: শাহীন আলম জয়
নিউইয়র্ক অফিস: ৩৯৪৭,৬৩ স্ট্রিট, ফ্লোর-০১, উডসাইট, এনওয়াই-১১৩৭৭, নিউইয়র্ক সিটি, ইউএসএ। ফোন: +১(৩৪৭)৭৪১৪৬২৯
নিউজ ই-মেইল:- simantonewstv@gmail.com
©️২০২৫ সর্বস্বত্ব ®️ সংরক্ষিত। সীমান্ত টিভি