সীমান্ত টিভি নিউজ ডেস্ক: যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি সম্ভাব্য শুল্ক চুক্তির বিষয়ে আশাবাদী বাংলাদেশ। এমন একটি সমঝোতা উভয় দেশের জন্যই ‘উইন-উইন’ পরিস্থিতি তৈরি করবে বলে আশা প্রকাশ করেছেন প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম।
মঙ্গলবার নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এই প্রত্যাশার কথা জানান। প্রেস সচিব জানান, বাংলাদেশের বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন বর্তমানে যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে অবস্থান করছেন এবং তিনি বাংলাদেশের পক্ষ থেকে বাণিজ্য আলোচনায় নেতৃত্ব দিচ্ছেন। তাঁর সঙ্গে রয়েছেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমান।
তিনি আরও জানান, গত সোমবার বাংলাদেশ সরকারের কাছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পক্ষ থেকে একটি চিঠি এসেছে, যাতে জানানো হয়েছে যে, আগামী ১ আগস্ট থেকে বাংলাদেশি পণ্যের ওপর ৩৫ শতাংশ শুল্ক আরোপ করা হবে।
এই প্রেক্ষাপটে বাংলাদেশ প্রতিনিধি দল ইতোমধ্যে আমেরিকান দলের সঙ্গে একাধিক দফায় আলোচনা করেছে। আগামী ৯ জুলাই আরও একটি উচ্চপর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন প্রেস সচিব। ওই বৈঠকে বাংলাদেশের পক্ষ থেকে নেতৃত্ব দেবেন শেখ বশিরউদ্দিন। ঢাকা আশাবাদী, আলোচনার মাধ্যমে এমন একটি চুক্তিতে পৌঁছানো যাবে যা দুই দেশের অর্থনৈতিক স্বার্থকে সুরক্ষা দেবে এবং পারস্পরিক বাণিজ্যকে আরও শক্তিশালী করবে।
অ্যাসাইনমেন্ট এডিটর: মাহাথীর খান ফারুকী, অনলাইন এডিটর: শাহীন আলম জয়
নিউইয়র্ক অফিস: ৩৯৪৭,৬৩ স্ট্রিট, ফ্লোর-০১, উডসাইট, এনওয়াই-১১৩৭৭, নিউইয়র্ক সিটি, ইউএসএ। ফোন: +১(৩৪৭)৭৪১৪৬২৯
নিউজ ই-মেইল:- simantonewstv@gmail.com
©️২০২৫ সর্বস্বত্ব ®️ সংরক্ষিত। সীমান্ত টিভি