সীমান্ত টিভি নিউজ ডেস্ক: প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস বলেছেন, বাংলাদেশের মোট জনসংখ্যার প্রায় ৪৫ শতাংশ শিশু, যার মধ্যে প্রায় অর্ধেকই কন্যাশিশু। তাই তাদের নিরাপত্তা, মানসম্মত শিক্ষা ও পর্যাপ্ত পুষ্টি নিশ্চিত করে দক্ষ মানবসম্পদে রূপান্তর করা জরুরি।
তিনি বলেন, এই কন্যাশিশুরাই ভবিষ্যতের মা, নাগরিক ও নেতৃত্ব। তারা আগামীর স্বপ্ন যারা সাহস ও মমতার সঙ্গে দেশ মাতৃকার কল্যাণে কাজ করবে এবং বিশ্বদরবারে বাংলাদেশকে মর্যাদার সঙ্গে তুলে ধরবে।
মঙ্গলবার (৮ অক্টোবর) ‘জাতীয় কন্যাশিশু দিবস ২০২৫’ উপলক্ষে দেওয়া এক বাণীতে এসব কথা বলেন প্রধান উপদেষ্টা। এবারের প্রতিপাদ্য“আমি কন্যাশিশু, স্বপ্ন গড়ি, সাহসে লড়ি, দেশের কল্যাণে কাজ করি।”
প্রফেসর ইউনূস বলেন, এ প্রতিপাদ্য সময়োপযোগী ও অনুপ্রেরণাদায়ক। আমি বাংলাদেশের সব কন্যাশিশু ও তাদের অভিভাবকদের আন্তরিক শুভেচ্ছা জানাই।
তিনি আরও বলেন, “জাতীয় কন্যাশিশু দিবস উপলক্ষে আয়োজিত বিভিন্ন কর্মসূচি বাস্তবায়নে যারা যুক্ত আছেন, আমি তাদের ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই। সম্প্রতি জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে কিশোরী ও নারীরা সম্মুখ সারিতে ছিল। তারা নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখিয়েছে।”
নারী-পুরুষ সমতা ও মানবিক মর্যাদা নিশ্চিত করতে সরকারের পদক্ষেপের কথা উল্লেখ করে প্রধান উপদেষ্টা বলেন, “বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার নারী-পুরুষ নির্বিশেষে সকল নাগরিকের অধিকার ও মর্যাদা রক্ষায় কাজ করছে। কন্যাশিশু ও ছেলে শিশুর সমতা প্রতিষ্ঠায় নারীবিষয়ক সংস্কার কমিশনের সুপারিশসহ বেশ কিছু সাংবিধানিক ও কাঠামোগত সংস্কার কার্যক্রম হাতে নেওয়া হয়েছে। বাণীর শেষে তিনি ‘জাতীয় কন্যাশিশু দিবস ২০২৫’-এর সকল আয়োজনের সফলতা কামনা করেন এবং দেশের প্রতিটি কন্যাশিশুর উজ্জ্বল ভবিষ্যৎ ও মর্যাদাপূর্ণ জীবনের প্রত্যাশা ব্যক্ত করেন।
সূত্র: বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
অ্যাসাইনমেন্ট এডিটর: মাহাথীর খান ফারুকী, অনলাইন এডিটর: শাহীন আলম জয়
নিউইয়র্ক অফিস: ৩৯৪৭,৬৩ স্ট্রিট, ফ্লোর-০১, উডসাইট, এনওয়াই-১১৩৭৭, নিউইয়র্ক সিটি, ইউএসএ। ফোন: +১(৩৪৭)৭৪১৪৬২৯
নিউজ ই-মেইল:- simantonewstv@gmail.com
©️২০২৫ সর্বস্বত্ব ®️ সংরক্ষিত। সীমান্ত টিভি