সীন্তটিভি নিউজ ডেস্ক: জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সমাধির পাশে জুলাই বিপ্লবী ও আধিপত্যবাদবিরোধী প্লাটফর্ম ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শহিদ শরিফ ওসমান হাদিকে সমাহিত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শুক্রবার সন্ধ্যায় ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে পাঠানো এক বার্তায় এ তথ্য নিশ্চিত করা হয়।
বার্তায় জানানো হয়, পরিবারের দাবির প্রেক্ষিতে শহিদ ওসমান হাদির দাফন কাজী নজরুল ইসলামের সমাধির পাশে সম্পন্ন করা হবে। এছাড়া আগামী শনিবার মানিক মিয়া অ্যাভিনিউতে বাদ জোহর তার জানাজা অনুষ্ঠিত হবে বলে সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
ইনকিলাব মঞ্চ আরও জানায়, শুক্রবার ও শনিবার ছাত্র-জনতাকে শৃঙ্খলার সঙ্গে আন্দোলন চালিয়ে যাওয়ার আহ্বান জানানো হয়েছে, যাতে কোনো গোষ্ঠী অনুপ্রবেশ ঘটিয়ে আন্দোলনের গতিপথ নষ্ট করতে না পারে এবং সহিংসতার সুযোগ না পায়।
সংগঠনটি স্পষ্ট করে জানায়, ওসমান হাদির মরদেহ জনসাধারণের জন্য প্রদর্শনের কোনো সুযোগ থাকবে না। এ বিষয়ে সকলের প্রতি শৃঙ্খলা বজায় রাখার এবং শহিদ ওসমান হাদির আত্মার মাগফিরাত কামনায় দোয়া করার অনুরোধ জানানো হয়েছে।
এর আগে শুক্রবার সন্ধ্যায় সিঙ্গাপুর থেকে দেশে আনা হয় ওসমান হাদির মরদেহ। বিমানবন্দরে জাতীয় পতাকায় মোড়ানো তার কফিন গ্রহণ করেন জুলাই বিপ্লবের সহযোদ্ধারা এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ।
হেড অফ নিউজ: মাহাথীর খান ফারুকী, অ্যাসাইনমেন্ট এডিটর: শাহীন আলম জয়
নিউইয়র্ক অফিস: ৩৯৪৭,৬৩ স্ট্রিট, ফ্লোর-০১, উডসাইট, এনওয়াই-১১৩৭৭, নিউইয়র্ক সিটি, ইউএসএ। ফোন: +১(৩৪৭)৭৪১৪৬২৯
নিউজ ই-মেইল:- simantonewstv@gmail.com
©️২০২৫ সর্বস্বত্ব ®️ সংরক্ষিত। সীমান্ত টিভি