শাহাবউদ্দিন আহমেদ প্রতিবেদক আখাউড়া: ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার খরমপুরে অবস্থিত হযরত শাহপীর কল্লা শহীদ (রহ.) এর বার্ষিক পবিত্র ওরশ মোবারক ২০২৫ আগামী ১০ আগস্ট শুরু হয়ে চলবে ১৬ আগস্ট পর্যন্ত।
এ উপলক্ষে সোমবার (৪ আগস্ট) সকালে খরমপুর মাজার শরীফের সভা কক্ষে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সেখানে ওরশ উপলক্ষে নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা ও সুশৃঙ্খল ব্যবস্থাপনার বিভিন্ন উদ্যোগ। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন আখাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও মাজার পরিচালনা কমিটির সহ-সভাপতি জিএম রাশেদুল ইসলাম এবং সাধারণ সম্পাদক মিন্টু খাদেম।
সংবাদ সম্মেলনে জানানো হয়, ওরশে লাখো ভক্ত-অনুরাগীর সমাগম হবে বলে আশা করা হচ্ছে। তাই চার স্তরের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। পুলিশের পাশাপাশি সেনাবাহিনী, র্যাব, বিজিবি ও আনসার বাহিনী মোতায়েন থাকবে পুরো এলাকাজুড়ে। মাজার চত্বরে স্থাপন করা হচ্ছে সিসি ক্যামেরার মাধ্যমে নজরদারি ব্যবস্থা, এবং ভ্রাম্যমাণ আদালত পরিচালনার প্রস্তুতিও নেওয়া হয়েছে যেকোনো ধরনের অপরাধ দমন করতে।
এছাড়া স্থানীয় স্বেচ্ছাসেবকগণ বিশৃঙ্খলা রোধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সহায়তা করবেন বলে জানানো হয়।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন মাজার কমিটির সদস্য কাজী শরীফ খাদেম, তাকদীর খান খাদেম, কামরুল হাসান খাদেম, শাকির উদ্দিন খাদেম, ইলমান উদ্দিন খাদেম ও কাজী রুপম খাদেম।
বিশেষভাবে উল্লেখযোগ্য, আগামী ১৪ আগস্ট রাত ১২টা ১ মিনিটে মাজার শরীফে অনুষ্ঠিত হবে বিশ্বের সকল মুসলিম উম্মাহর শান্তি কামনায় বিশেষ মোনাজাত।
অ্যাসাইনমেন্ট এডিটর: মাহাথীর খান ফারুকী, অনলাইন এডিটর: শাহীন আলম জয়
নিউইয়র্ক অফিস: ৩৯৪৭,৬৩ স্ট্রিট, ফ্লোর-০১, উডসাইট, এনওয়াই-১১৩৭৭, নিউইয়র্ক সিটি, ইউএসএ। ফোন: +১(৩৪৭)৭৪১৪৬২৯
নিউজ ই-মেইল:- simantonewstv@gmail.com
©️২০২৫ সর্বস্বত্ব ®️ সংরক্ষিত। সীমান্ত টিভি