সীমান্ত টিভি নিউজ ডেস্ক: ব্রাহ্মণবাড়িয়া কসবা মেহারী ইউনিয়নের বল্লভপুর গ্রামে ব্যাক্তি মালিকানা জায়গা দখল করে বিএনপি কার্যালয় বানানোর প্রতিবাদে সাংবাদিক সম্মেলন করা হয়। এতে ভুক্তভোগী লিটন মিয়া উপস্থিতিতে সাংবাদিকবৃন্দ ও এলাকার স্থানীয় লোকজন উপস্থিত ছিলেন।
লিখিত বক্তব্য পাঠ করে ভুক্তভোগী লিটন মিয়া বলেন, গত ৫ই আগস্ট'র আগে এলাকার আওয়ামী লীগের ছেলেপেলেরা একটি অফিস ঘর তোলেন কিন্তু ৫ই আগস্টের পরে এখানে মেহারী ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল আউয়ালের নেতৃত্বে বিএনপি'র লোকজন একটি সাইনবোর্ড এনে লাগিয়ে দেই। এতে আমি বাধা প্রদান করলে আমার কাছে নগদ ১০ লক্ষ টাকা চাঁদা দাবি করে তারা। টাকা না দিলে এখান থেকে এই সাইনবোর্ড সরানো হবে না বলে জানান পরবর্তীতে আমি বাধ্য হয়ে ওদের নামে একটি চাঁদাবাজী মামলা দায়ের করি যাহার নং সি আর ২৬৪/২৫। লিটন মিয়া আরোও বলেন আমি চাঁদা দিতে অস্বীকৃতি জানালে গত ঈদের দিন রাত্রে তারা নিজেরা আগুন লাগিয়ে আমার নামে কসবা থানায় একটি মিথ্যা অভিযোগ দায়ের করেন। কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এ বিষয়ে তদন্ত করে আমার বিরুদ্ধে অভিযোগের কোন সত্যতা খুঁজে পাইনি। তারা আমাকে হেনস্থা করার জন্য পরবর্তীতে কোর্টের মধ্যে একটি মামলা দায়ের করেন।
আমি বিএনপি নেতা কবির আহমেদ ভূইয়ার দৃষ্টি আকর্ষণ সহ মাননীয় প্রধান উপদেষ্টা ও স্বরাষ্ট্র উপদেষ্টা কাছে প্রাণের দাবি করছি এই চাঁদাবাজদের কবল থেকে আমার জানমাল রক্ষা ও সম্পদ উদ্ধার করে ন্যায়বিচারের দাবি করছি । সাংবাদিক সম্মেলনে আরোও বক্তব্য রাখেন, আতিক, হান্নান, মো:হোসেন মিয়া সহ আরো অনেকে এছাড়াও এলাকার গন্যমান্য ব্যক্তিগন উপস্থিত ছিলেন।
এ বিষয়ে জানতে চাইলে মেহারি ইউনিয়ন বিএনপির সভাপতি আবদুল আওয়াল জানান, অভিযোগের বিষয় অস্বীকার করে বলেন আমার বিরুদ্ধে আনীত অভিযোগ সম্পুর্ন মিথ্যা আমরা কোন জায়গা দখল করি নাই, জায়গাটা খাসের আমি লিটনকে বলেছি দুই পক্ষের আমিন জায়গাটা মেপে সমাধান করে দিবো।
তাহলে এখন জাতির কাছে প্রশ্ন থেকে যায় আওয়ামী সরকার পতনের পর খাসের জায়গা নাম দিয়ে বিএনপি অঙ্গ সংগঠনের নামে রাজনৈতিক গায়েবী সাইনবোর্ডটি এখানে কিভাবে আসলো।
অ্যাসাইনমেন্ট এডিটর: মাহাথীর খান ফারুকী, অনলাইন এডিটর: শাহীন আলম জয়
ঢাকা অফিস: ৪২-৪৩ (ট্রেজার আইল্যান্ড) সিদ্ধেশ্বরী সার্কুলার রোড, শান্তিনগর ঢাকা-১২১৭। ফোন:+৮৮০১৭১১-০৪০২০৮
নিউজ ই-মেইল:- simantonewstv@gmail.com
©️২০২৫ সর্বস্বত্ব ®️ সংরক্ষিত। সীমান্ত টিভি