
সীমান্ত টিভি নিউজ ডেস্ক: কাতারের রাজধানী দোহায় অনুষ্ঠিত জরুরি আরব-ইসলামিক সম্মেলনে অংশ নিয়ে বাংলাদেশ পুনরায় কাতার ও ফিলিস্তিনের প্রতি দৃঢ় সমর্থনের ঘোষণা দিয়েছে। সোমবারের বৈঠকে বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন ইসরায়েলের সাম্প্রতিক হামলার তীব্র নিন্দা জানিয়ে বলেন, “কাতারের সার্বভৌম ভূখণ্ডে অযৌক্তিক ও বিনা প্ররোচনায় ইসরায়েলি হামলা শুধু কাতারের বিরুদ্ধে নয়, বরং পুরো মুসলিম উম্মাহর মর্যাদার ওপর আঘাত।”
বাংলাদেশ স্পষ্ট জানায়, এ ধরনের আগ্রাসন ঠেকাতে ওআইসি সদস্য রাষ্ট্রগুলোকে সমন্বিত কূটনৈতিক, রাজনৈতিক ও অর্থনৈতিক উদ্যোগ নিতে হবে। পররাষ্ট্র উপদেষ্টা জোর দিয়ে বলেন, জাতিসংঘ সনদ ও আন্তর্জাতিক মানবিক আইন লঙ্ঘন করে ইসরায়েল ধারাবাহিকভাবে নির্বিচার অভিযান চালাচ্ছে এবং এ জন্য তাদের অবশ্যই আন্তর্জাতিক জবাবদিহির মুখোমুখি হতে হবে।
সম্মেলনে সভাপতিত্ব করেন কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি। ওআইসির মহাসচিব হুসেইন ইব্রাহিম তাহা এবং আরব লীগের মহাসচিব আহমেদ আবুল ঘেইত মুসলিম উম্মাহর শান্তি ও নিরাপত্তা রক্ষায় একযোগে কাজ করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।
বৈঠকে ২৪টি দেশের রাষ্ট্র ও সরকার প্রধান সরাসরি উপস্থিত ছিলেন, অন্যরা উচ্চপদস্থ প্রতিনিধি পাঠান। সম্মেলনে নেতারা গত ৯ সেপ্টেম্বর কাতারে সংঘটিত ইসরায়েলি আক্রমণের নিন্দা জানান এবং মুসলিম দেশগুলোর সার্বভৌমত্ব ও নিরাপত্তা রক্ষায় একাত্ম সমর্থন ব্যক্ত করেন।
তারা গাজায় ইসরায়েলি দখলদারিত্ব অবসানের পাশাপাশি পূর্ব জেরুজালেমকে রাজধানী করে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার দাবি তোলেন। এছাড়া ফিলিস্তিনে চলমান মানবিক সংকট মোকাবিলায় দ্রুত খাদ্য ও ত্রাণ সরবরাহের জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানান। সম্মেলনের প্রস্তাবে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ ও আন্তর্জাতিক বিচার আদালতের কার্যকর হস্তক্ষেপও দাবি করা হয়, যাতে ইসরায়েলের নেতাদের গণহত্যা ও আগ্রাসনের দায়ে জবাবদিহির আওতায় আনা যায়।
বাংলাদেশ প্রতিনিধি দলে পররাষ্ট্র উপদেষ্টার পাশাপাশি উপস্থিত ছিলেন অতিরিক্ত পররাষ্ট্র সচিব ফরহাদুল ইসলাম, ওআইসিতে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি এম জে এইচ জাবেদ এবং দোহায় বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ হযরত আলী খান।


মন্তব্য লিখুন
আরও খবর
বঙ্গভবনে আজ রাষ্ট্রপতির সঙ্গে সিইসি ও চার কমিশনারের...
বঙ্গভবনে আজ রাষ্ট্রপতির সঙ্গে সিইসি ও...
ঢাকা-১১ নাহিদ ও ঢাকা-১৮ নাসীরুদ্দীন পাটওয়ারীকে প্রার্থী ঘোষণা
ঢাকা-১১ নাহিদ ও ঢাকা-১৮ নাসীরুদ্দীন পাটওয়ারীকে...
৪ বিশিষ্ট নারীর হাতে বেগম রোকেয়া পদক তুলে...
৪ বিশিষ্ট নারীর হাতে বেগম রোকেয়া...
জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী নয়, ধানের শীষই মুখ্য:...
জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী নয়, ধানের...
সিইসির সঙ্গে বৈঠকে জামায়াতের প্রতিনিধি দল
সিইসির সঙ্গে বৈঠকে জামায়াতের প্রতিনিধি দল
সাবেক মন্ত্রী-প্রতিমন্ত্রীসহ হাসিনা সরকারের ১৭ জনকে ট্রাইব্যুনালে হাজির
সাবেক মন্ত্রী-প্রতিমন্ত্রীসহ হাসিনা সরকারের ১৭ জনকে...