
সীমান্ত টিভি নিউজ ডেস্ক: কাতারের রাজধানী দোহায় অনুষ্ঠিত জরুরি আরব-ইসলামিক সম্মেলনে অংশ নিয়ে বাংলাদেশ পুনরায় কাতার ও ফিলিস্তিনের প্রতি দৃঢ় সমর্থনের ঘোষণা দিয়েছে। সোমবারের বৈঠকে বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন ইসরায়েলের সাম্প্রতিক হামলার তীব্র নিন্দা জানিয়ে বলেন, “কাতারের সার্বভৌম ভূখণ্ডে অযৌক্তিক ও বিনা প্ররোচনায় ইসরায়েলি হামলা শুধু কাতারের বিরুদ্ধে নয়, বরং পুরো মুসলিম উম্মাহর মর্যাদার ওপর আঘাত।”
বাংলাদেশ স্পষ্ট জানায়, এ ধরনের আগ্রাসন ঠেকাতে ওআইসি সদস্য রাষ্ট্রগুলোকে সমন্বিত কূটনৈতিক, রাজনৈতিক ও অর্থনৈতিক উদ্যোগ নিতে হবে। পররাষ্ট্র উপদেষ্টা জোর দিয়ে বলেন, জাতিসংঘ সনদ ও আন্তর্জাতিক মানবিক আইন লঙ্ঘন করে ইসরায়েল ধারাবাহিকভাবে নির্বিচার অভিযান চালাচ্ছে এবং এ জন্য তাদের অবশ্যই আন্তর্জাতিক জবাবদিহির মুখোমুখি হতে হবে।
সম্মেলনে সভাপতিত্ব করেন কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি। ওআইসির মহাসচিব হুসেইন ইব্রাহিম তাহা এবং আরব লীগের মহাসচিব আহমেদ আবুল ঘেইত মুসলিম উম্মাহর শান্তি ও নিরাপত্তা রক্ষায় একযোগে কাজ করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।
বৈঠকে ২৪টি দেশের রাষ্ট্র ও সরকার প্রধান সরাসরি উপস্থিত ছিলেন, অন্যরা উচ্চপদস্থ প্রতিনিধি পাঠান। সম্মেলনে নেতারা গত ৯ সেপ্টেম্বর কাতারে সংঘটিত ইসরায়েলি আক্রমণের নিন্দা জানান এবং মুসলিম দেশগুলোর সার্বভৌমত্ব ও নিরাপত্তা রক্ষায় একাত্ম সমর্থন ব্যক্ত করেন।
তারা গাজায় ইসরায়েলি দখলদারিত্ব অবসানের পাশাপাশি পূর্ব জেরুজালেমকে রাজধানী করে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার দাবি তোলেন। এছাড়া ফিলিস্তিনে চলমান মানবিক সংকট মোকাবিলায় দ্রুত খাদ্য ও ত্রাণ সরবরাহের জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানান। সম্মেলনের প্রস্তাবে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ ও আন্তর্জাতিক বিচার আদালতের কার্যকর হস্তক্ষেপও দাবি করা হয়, যাতে ইসরায়েলের নেতাদের গণহত্যা ও আগ্রাসনের দায়ে জবাবদিহির আওতায় আনা যায়।
বাংলাদেশ প্রতিনিধি দলে পররাষ্ট্র উপদেষ্টার পাশাপাশি উপস্থিত ছিলেন অতিরিক্ত পররাষ্ট্র সচিব ফরহাদুল ইসলাম, ওআইসিতে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি এম জে এইচ জাবেদ এবং দোহায় বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ হযরত আলী খান।
মন্তব্য লিখুন
আরও খবর
বঙ্গোপসাগরে লঘুচাপ, বাড়ছে বৃষ্টির সম্ভাবনা দক্ষিণাঞ্চলে
বঙ্গোপসাগরে লঘুচাপ, বাড়ছে বৃষ্টির সম্ভাবনা দক্ষিণাঞ্চলে
নির্বাচন কমিশন কোন চাপের কাছে নতি স্বীকার করবে...
নির্বাচন কমিশন কোন চাপের কাছে নতি...
বঙ্গোপসাগরে লঘুচাপের প্রভাবে কাল থেকে বাড়তে পারে বৃষ্টি
বঙ্গোপসাগরে লঘুচাপের প্রভাবে কাল থেকে বাড়তে...
নির্বাচনে এআই-এর অপপ্রয়োগ প্রতিরোধে সেন্ট্রাল সেল করা হবে...
নির্বাচনে এআই-এর অপপ্রয়োগ প্রতিরোধে সেন্ট্রাল সেল...
টেকসই উন্নয়ন অর্জনে মানসম্পন্ন পরিসংখ্যান অপরিহার্য: প্রধান উপদেষ্টা
টেকসই উন্নয়ন অর্জনে মানসম্পন্ন পরিসংখ্যান অপরিহার্য:...
অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে...
অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে আইনশৃঙ্খলা...