• শিক্ষা ও সাহিত্য
  • কুইন্স পাবলিক লাইব্রেরিতে ‘লেখকের অঙ্গন’র গ্রন্থালোচনা অনুষ্ঠিত

কুইন্স পাবলিক লাইব্রেরিতে ‘লেখকের অঙ্গন’র গ্রন্থালোচনা অনুষ্ঠিত

৬:৩৯ পূর্বাহ্ণ , ২৬ নভেম্বর ২০২৫
কুইন্স পাবলিক লাইব্রেরিতে 'লেখকের অঙ্গন'র গ্রন্থালোচনা অনুষ্ঠিত

সীমান্ত টিভি নিউজ ডেস্ক: প্রবাসে সৃজনশীল নির্মল সাহিত্য চর্চার ধারাবাহিকতায় ‘লেখকের অঙ্গন’র ২১তম গ্রন্থালোচনা নীরা কাদরীর পরিচালনায় গত ২২ শে নভেম্বর কুইন্স পাবলিক লাইব্রেরিতে অনুষ্ঠিত হয়। পরিচালক নীরা কাদরী মাসিক গ্রন্থালোচনা পর্বে উপস্থিত সম্মানিত আলোচকবৃন্দকে স্বাগত জানিয়ে অনুষ্ঠানের সূচনা করেন। গ্রন্থালোচনার প্রথম আলোচক বিশিষ্ট কবি ও সাহিত্যিক স্বপন বিশ্বাসের আলোচনায় প্রাঞ্জল ভাষায় উঠে আসে মেঘা মজুমদারের বই ‘আ বার্নিং’ যার অনুবাদ নাহিদ খান। এটি একটি দুর্ধর্ষ উপন্যাস, তিনটি অবিশ্বাস্য চরিত্রকে ঘিরে আবর্তিত সাহিত্যের এক ঝোড়ো পরিভ্রমণ, যারা জীবনে উন্নতি চায়। একজন উত্তরণ চায় মধ্যবিত্ত সমাজে, একজন চায় রাজনৈতিক ক্ষমতা আরেকজন চায় রুপালি জগতের খ্যাতি। পরবর্তী আলোচক অধ্যাপক হুসনে আরা’র প্রাণবন্ত আলোচনায় আসে ‘আর্নেস্তো চে গুয়েভারা যার অনুবাদ হাসান খুরশীদ রুমী। এখানে দরিদ্র-সর্বহারা এবং বঞ্চিত মানুষের বোবা কান্না উপলব্ধি করতে খুবই সহায়ক এ গ্রন্থের লেখাগুলো।
তারপর লেখিকা পলি শাহিনা আলোচনা করেন শাহনাজ মুন্নীর ‘নির্বাচিত গল্প। বইটিতে তাঁর বাছাই করা ৫০টিরও বেশি গল্প নিয়ে প্রকাশিত হয়েছে। সর্বশেষ আলোচক বিশিষ্ট কবি ও সাহিত্যিক এ, বি এম সালেহ উদ্দিন। তিনি চমৎকারভাবে আহমাদ মাযহার এর বই ‘মুক্তিযুদ্ধ ও মুক্ত বুদ্ধি’ এর উপর আলোচনা করেন। আলোচনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট কবি ও লেখক শামস আল মমিন, আহমাদ মাযহার, আবেদীন কাদের, সাহিত্য একাডেমির পরিচালক মোশাররফ হোসেন প্রমুখ।
পরিশেষে পরিচালক নীরা কাদরী কুইন্স পাবলিক লাইব্রেরির সহকারী ম্যানেজার সেলিনা শারমিন, লাইব্রেরি কর্তৃপক্ষকে এবং উপস্থিত গ্রন্থালোচকবৃন্দকে ধন্যবাদ জানিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।

মন্তব্য লিখুন

আরও খবর